ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রুট নয়, ব্রডকে চান সোয়ান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
রুট নয়, ব্রডকে চান সোয়ান ছবি: সংগৃহীত

টেস্ট থেকে অ্যালিস্টার কুকের অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ইংলিশ ক্রিকেট বোর্ড নতুন অধিনায়ক বানাতে যাচ্ছে জো রুটকে। তবে, এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন দেশটির সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান। যদিও রুটকে অফিসিয়ালি থ্রি লায়ন্সদের সাদা পোশাকের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়নি।

গ্রায়েম সোয়ানের মতে, রুটের থেকে দলের পেসার স্টুয়ার্ট ব্রড ইংলিশদের অধিনায়ক হিসেবে ভালো করবে।

কুকের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বোর্ডের অটোমেটিক চয়েজ হিসেবে অধিনায়কের দায়িত্ব পেতে পারেন ২৬ বছর বয়সী রুট।

কিন্তু, সোয়ানের বিশ্বাস রুট থেকে ব্রড ইংলিশদের দারুণ নেতৃত্ব দিতে সক্ষম। সোয়ান জানান, ‘আমি মনে করি, বিশ্বে আমিই একমাত্র ব্যক্তি যে রুটকে নয়, ব্রডের হাতে দলপতির আর্মব্যান্ড দেখতে ইচ্ছুক। যদি আমার এই চাওয়া সঠিক হয়, তবেই ব্রডকে এই দায়িত্ব নিতে দেখা যাবে। ’

রুট আর ব্রড প্রসঙ্গে সোয়ান যোগ করেন, ‘রুট আরও অভিজ্ঞ ক্রিকেটার, যে নিজের পারফর্ম ধরে রাখছে, চেষ্টা করে আরও বেশি সিরিয়াস খেলতে। সে প্রত্যেকের কাছেই নিজের যোগ্যতা প্রমাণ করেছে। অধিনায়ক হওয়ার দৌড়ে সে এগিয়ে। কিন্তু, ব্রড আরও বেশি অভিজ্ঞ। রুট গত দুই-তিন বছর থেকে ফোকাসে, কিন্তু বড় দায়িত্ব নিতে গেলে তার ব্যাটিং পারফর্মে বাজে প্রভাব পড়তে পারে। ’

সোয়ান ইংলিশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা রুটকে ইংল্যান্ডের সেরা তারকা ব্যাটসম্যান হিসেবে দেখতে চাই। দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে ব্যাটিংয়ে বাজে প্রভাব পড়ুক-এটা কেউ চায় না। তাকে একা থাকতে দিন, নিজের মতো খেলতে দিন। দলপতির মতো বড় দায়িত্ব থেকে তাকে মুক্ত থাকতে দিন। রুট ছাড়াও দলে নির্ভরশীল সদস্য রয়েছে। আমি মনে করি ব্রড এক্ষেত্রে এগিয়ে। সে দুর্দান্ত ক্রিকেটার এবং নেতা। ’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।