সূত্রমতে, ইনজুরি নিয়ে ভারত থেকে ফিরেই জিম সেশন শুরু করেছেন এই টাইগার সদস্য। এরপর থাকছে তার সাইক্লিং ও রানিং সেশন।
সূত্রটি আরও জানায়, তিন-চার দিন তিনি জিমে কাটাবেন। এরপর সাইক্লিং, রানিং করবেন। এখনও পর্যন্ত যেহেতু রিপোর্ট হাতে আসেনি তাই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কত দিনের মধ্যে তিনি নিজেকে পরিপূর্ণভাবে ফিরে পাবেন। আশা করা যাচ্ছে বিসিএলে একটা বা দুইটা ম্যাচ খেলতে পারবেন ইমরুল। তৃতীয় ও চতুর্থ রাউন্ড পারবেন না, তবে পঞ্চম ও ষষ্ঠ রাউন্ড থেকে হয়তো ব্যাট করতে পারবেন। ইমরুল ব্যাটিং শুরু করবেন আগামী সপ্তাহ থেকে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজে বাঁ-পায়ের উরুতে আঘাত নিয়ে দেশে ফেরা ইমরুল কায়েস গেল সোমবার (৬ ফেব্রুয়ারি) ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আবার সেই একইস্থানে ব্যথা পেলে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজ থেকে ছিটকে যান।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ৯ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি