ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কোহলির সাতে সাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
কোহলির সাতে সাত বিরাট কোহলি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাকি থাকলো কেবল পাকিস্তান ও জিম্বাবুয়ে। সবশেষ বাংলাদেশের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্টের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে সাত প্রতিপক্ষের বিপক্ষেই সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি। সাদা পোশাকে ৫৪তম ম্যাচে এসে শতকের সংখ্যাটা ১৬-তে নিয়ে গেছেন ভারতীয় ব্যাটিং সেনসেশন।

যদিও দ্বিতীয়বারের মতো টেস্টে প্রতিপক্ষ হিসেবে টাইগারদের পেয়েছেন ২৮ বছর বয়সী কোহলি। এর আগে ফতুল্লায় ২০১৫ সালের জুনে বৃষ্টিবিঘ্নিত ড্র ম্যাচটিতে ১৪ রান করেছিলেন ক্যাপ্টেন অব টিম ইন্ডিয়া।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখনো পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হয়নি কোহলির। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪টি ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। সেঞ্চুরি তিনটি। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ছয়বার সেঞ্চুরি (১২ ম্যাচ) উদযাপন করেছেন।

বাকি ছয়টি সেঞ্চুরির মধ্যে তিনটি নিউজিল্যান্ডের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতক হাঁকিয়েছেন ১টি করে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।