ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ‘বিগ থ্রেট’ অশ্বিন ও জাদেজা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
টাইগারদের ‘বিগ থ্রেট’ অশ্বিন ও জাদেজা ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনের বাকি এক ঘণ্টার জন্য হায়দ্রাবাদে ভারতের ইনিংস ঘোষণার পর মাঠে নামে টাইগাররা। স্পিননির্ভর এই মাঠে অনুমিতভাবে টাইগারদের সবচেয়ে পরীক্ষায় ফেলবে স্পিনাররা। দু‘দিনে যতটুকু সফলতা টাইগারদের তার সিংহভাগ স্পিনারদের বদান্যতায়। তাসকিনের উইকেটটি বাদ দিলে বাকি পাঁচ উইকেটই স্পিনারদের দখলে।

সদ্য শেষ হওয়া সিরিজে ইংলিশদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন অশ্বিন ও জাদেজা। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অশ্বিন ২৮ উইকেট ও জাদেজা ২৬ উইকেট নেন।

ফলে, টেস্ট বোলিং র‌্যাংকিং তালিকায় নিজেদের অবস্থানটাকে সুসংহত করেছেন অশ্বিন ও জাদেজা। অশ্বিন এক নম্বরে ও জাদেজা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

নিজেদের মাটিতে পাঁচ দিনের ক্রিকেটে ফর্মের শীর্ষে আছেন এই দুই স্পিনার। ১৯৭৪ সালে সর্বশেষ বিষেন সিং বেদি ও ভগবথ চন্দ্রশেখর ভারতের এই দুই বোলার র‌্যাংকিং-এর প্রথম দু’টি স্থান দখল করেছিলেন।

গত বছরের অক্টোবরে বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করেন অশ্বিন। ইংল্যান্ড সিরিজ শেষেও শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। তার রেটিং ৮৮৭। তবে চেন্নাই টেস্টের আগে সপ্তম স্থানে ছিলেন জাদেজা। এক লাফে দ্বিতীয় স্থানে উঠে গেছেন জাদেজা। এটি ক্যারিয়ার সেরা র‌্যাংকিং জাদেজার।

অলরাউন্ডারদের তালিকাতেও যথারীতি শীর্ষে আছেন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চার হাফ-সেঞ্চুরিতে ৩০৬ রান করে ৪৮২ রেটিং পয়েন্ট অর্জন করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

তবে এই তালিকাতেও নজর কেড়েছেন জাদেজা। ৩৭৬ রেটিং নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। বল হাতে দুর্দান্ত নৈপুন্যের পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে দুই হাফ-সেঞ্চুরিতে ২২৪ রান করেন জাদেজা। তালিকার দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তার রেটিং ৪০৫।

তাই বলা যায়, তৃতীয় দিন বাংলাদেশি ব্যাটসম্যানদের ভোগাতে পারে অশ্বিন-জাদেজার স্পিন ঘূর্ণি। এরই মধ্যে সৌম্য সরকারকে বিদায় করেছেন ভারতীয় পেসার উমেস যাদব।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।