ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘ডাক’ তালিকায় আকমলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
‘ডাক’ তালিকায় আকমলের রেকর্ড ছবি: সংগৃহীত

পাকিস্তানের উমর আকমলকে এক সময় তুলনা করা হতো ভারতীয় বর্তমান দলপতি বিরাট কোহলির সঙ্গে। এই দুই তারকার পথ এখন দুই দিকে। তরতর করে উপরে উঠছেন কোহলি আর নিচে নামছেন আকমল।

টি-টোয়েন্টি ফরমেটের সব ধরনের টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪বার কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন আকমল।

২৬ বছর বয়সী আকমল পিএসএলের চলমান আসরে খেলছেন লাহোর ক্যালান্ডার্সের হয়ে।

পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে হাসান আলির বলে স্লিপে মোহাম্মদ হাফিজের তালুবন্দি হয়ে সর্বোচ্চ ‘ডাক’ নামের পাশে যোগ করেন আকমল।

দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ ২৩বার করে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন।

চলমান আসরে তিন ইনিংস খেলে আকমল করেছেন মাত্র ৩৫ রান।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।