ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে রবির স্পিনার হান্টিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ঠাকুরগাঁওয়ে রবির স্পিনার হান্টিং ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে রবির স্পিনার হান্টিং শুরু হয়েছে। আজ (১৫ ফেব্রুয়ারি) শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাছাই হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তায় ১৬ থেকে ২৩ বছর বয়সী ছেলে মেয়ে এবং প্রতিবন্ধীদের জন্য এ সুযোগ সৃষ্টি হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধানে আজ ১শ ৫০জন উঠতি ক্রিকেটার এই প্রতিযোগিতায় নিজেদের তুলে ধরবার চেষ্টা করেছেন। শাকিব ও রাজ্জাক জানান , রবির স্পিনার হান্টিং আমাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেয় খেলার সুযোগ করে দিযেছে।

 

বাছাই কাজ করছেন বিসিবির রংপুর বিভাগের কোচ মাসুদ পারভেজ রাজন। তিনি আশা প্রকাশ করেন এ জেলায় প্রতিভা বের হবে। আমরা ঠাকুরগাঁও থেকে ২৫জনকে নির্বাচিত করবো।

রবির দায়িত্বপ্রাপ্ত লিখন বলেন, আমরা যারা দেশের ব্যবসা প্রতিষ্ঠান তাদের দায়িত্ব ক্রিকেটকে আরো একধাপ এগিয়ে নেওয়া।  

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর বাবু বলেন, জেলার প্রচুর ক্রিকাটার যাতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।