শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কলম্বোয় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মিতালি রাজ। দলীয় ১৪ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপের মুখেই পড়ে বাংলাদেশ।
৬২ রানের তৃতীয় উইকেট জুটিতে দলকে ম্যাচে ফেরান শারমিন আক্তার (৩৫) ও অর্ধশতক হাঁকানো ফারজানা হক (৫০)। এ দু’জনের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোরের সম্ভাবনা জাগলেও অন্যদের ব্যর্থতায় ১৫৫ রানের বেশি করা সম্ভব হয়নি।
অধিনায়ক রুমানা আহমেদ ১১, নিগার সুলতানা ১৮ (রানআউট), সালমা খাতুন ১৪ রান করে আউট হন। ১০ রানে অপরাজিত থাকেন শায়লা শারমিন। মানসি জোশি তিনটি, দেবিকা বৈদ্য দু’টি, শিখা পান্ডে ও রাজেশ্বরী গায়াকাদ একটি করে উইকেট নেন।
ফাইনাল খেলার মিশনে দু’দলই জয় দিয়ে সুপার সিক্স পর্ব শুরু করে। দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে সাত উইকেটের দাপুটে জয় পায় টিম বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম