৭ মার্চ শুরু হবে প্রথম টেস্ট, গলে। কলম্বোতে ১৫ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।
বাংলাদেশ সব শেষ শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ২০১৩ সালে। তখন ওয়ানডে সিরিজে ১-১ ড্র করেছিলেন টাইগাররা। টেস্ট সিরিজেও প্রথমটিতে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম।
সেই স্মৃতিগুলো নিয়েই এবার শ্রীলঙ্কা সফরে রওনা হবে বাংলাদেশ। চলতি মাসেই হায়দ্রাবাদে ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে ১৭ বছরের মধ্যে এই প্রথম ভারতে টেস্ট খেলল টাইগাররা।
শ্রীলঙ্কা সফরের সূচি:
প্রস্তুতি ম্যাচ (২-৩ মার্চ) - মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়াম
প্রথম টেস্ট (৭-১১ মার্চ) - গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় টেস্ট (১৫-১৯ মার্চ) - পি সারা ওভাল
প্রস্তুতি ম্যাচ (২২ মার্চ) - কলম্বো
প্রথম ওয়ানডে (২৫ মার্চ) - রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় ওয়ানডে (২৮ মার্চ) - রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
তৃতীয় ওয়ানডে (১ এপ্রিল) - সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ড
প্রথম টি-টোয়েন্টি (৪ এপ্রিল) - আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় টি-টোয়েন্টি (৬ এপ্রিল) - আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস