সবশেষ নিউজিল্যান্ড সফরে কোমরে ব্যাথা পেয়ে সিরিজ থেকে সরে যেতে হয়েছিল বাঁহাতি তারকাকে। পরে ভারত সিরেজও খেলা হয়নি, এই টাইগার পেসারের।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নান্নু গণমাধ্যমকে বলেন, ‘মোস্তাফিজের ফিটনেস এখন যথেষ্ট উন্নতি হয়েছে। আমি বিসিএলে ওকে দেখেছি। আমি মনে করি ও এখন টেস্ট খেলার জন্য পুরোপুরি ফিট। ’
তবে মোস্তাফিজকে নিয়ে আশার কথা শোনালেও আসন্ন এই সিরিজে ইমরুল কায়েস আদৌ খেলবেন কি না সেই বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন নান্নু। যদিও গত সপ্তাহে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেকে ফিট বলে দাবী করেছিলেন ইমরুল। কিন্তু নান্নু শোনালেন অন্য কথা।
‘ইমরুল কায়েসের ব্যাপারটা নিয়ে এখনও সন্দেহ আছে। ফিজিও ও চিকিৎসকের দেয়া প্রতিবেদন অনুযায়ী ঠিক বলা মুশকিল যে কত তারিখের মধ্যে সে পুরোপুরি সুস্থ্য হয়ে উঠবে। রোববার যদি সে বিসিএলে ম্যাচ খেলে তারপরে বোঝা যাবে। তবে বিসিএলে শুধু ব্যাটিং করলে তো হবে না, ফিল্ডিংটাও খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি সেশনে ফিল্ডিং করতে হবে। আর ফিল্ডিংয়ে স্লিপে দাঁড়িয়ে থাকলে হবে না। ওকে দূর থেকে বল থ্রো করতে হবে এবং রানিং করতে হবে। সেই হিসেবে মনে হচ্ছে ও নিজেকে পুরোপুরি ফিরে পেতে বিসিএলে দুটো ম্যাচ খেলতে হবে। ’-যোগ করেন নান্নু।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমএমএস