শনিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোয় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক রুমানা আহমেদ। নির্ধারিত ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৯৭।
দুই ওপেনার নিপুনি হান্সিকা ১৯ ও হাসিনি পেরেরার ব্যাট থেকে আসে ৩২। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন সালমা খাতুন। একটি করে নেন সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ ও শায়লা শারমিন।
পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল ইংল্যান্ডে অনুষ্ঠেয় (২৪ জুন শুরু) বিশ্বকাপে উত্তীর্ণ হবে। ভারত ও দক্ষিণ আফ্রিকার নিশ্চিত। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে শ্রীলঙ্কা। সমান ম্যাচে ২ পয়েন্টে পঞ্চম স্থানে বাংলাদেশ। লঙ্কানদের হারাতে পারলে দু’দলের পয়েন্ট সমান হবে। কিন্তু, রান রেটের গাণিতিক মারপ্যাঁচে আশা ক্ষীণ! ৪ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম