ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়ান দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ক্যারিবীয়ান দল ঘোষণা ছবি: সংগৃহীত

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জ্যাসন হোল্ডারের নেতৃত্বে ১৩ সদস্যের দল ঘোষণা করে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড।

দল থেকে ছিটকে পড়েছেন শেন ডরউইচ আর মিগুয়েল কামিন্স। দলে এবার যুক্ত হয়েছেন টাইগারদের সাবেক কোচ স্টুয়ার্ট ল।

অ্যান্টিগায় আগামী শুক্রবার (৩ মার্চ) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। বাকি দু’টি ম্যাচ মাঠে গড়াবে ৫ ও ৯ মার্চ।

ওয়েস্ট ইন্ডিজ দল: জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কার্লোস ব্র্যাথওয়েইট, ক্রেইগ ব্রাথওয়েট, জোনাথন কার্টার, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ (উইকেটরক্ষক), আলজারি যোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কাইরন পাওয়েল, রভম্যান পাওয়েল।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।