ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

দুই স্পিনারে ওয়ানডে ইনিংস শুরুর দৃষ্টান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
দুই স্পিনারে ওয়ানডে ইনিংস শুরুর দৃষ্টান্ত মিচেল স্যান্টনার ও জিতান প্যাটেল/ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দুই স্পিনারকে দিয়ে প্রথম ইনিংস শুরুর দৃষ্টান্ত দেখলো ক্রিকেট বিশ্ব। হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন ব্যতিক্রমী রেকর্ডে নাম লেখান নিউজিল্যান্ডের স্পিন জুটি জিতান প্যাটেল ও মিচেল স্যান্টনার।

বুধবার (১ মার্চ) ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। ইনিংসের প্রথম ওভারেই প্যাটেলের হাতে বল তুলে নেন কিউই অধিনায়ক।

তৃতীয় বলেই কুইন্টন ডি কককে (০) লুক রনকির গ্লাভসবন্দি করে ব্রেকথ্রু এনে দেন ৩৬ বছর বয়সী এ অফস্পিনার।

সেডন পার্কের স্লো উইকেটে দ্বিতীয় ওভারেও স্পিনারের ওপর ভরসা রাখেন কেন উইলিয়ামসন। এবার বোলিং প্রান্তে দেখা যায় ২৫ বছর বয়সী স্যান্টনারকে। বাঁহাতি বোলার অবশ্য উইকেট এনে দিতে পারেননি। তাতে কী! রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি।

একদিনের ক্রিকেট এ প্রথম ম্যাচের প্রথম ইনিংসে দু’জন স্পিনারকে বোলিং করতে দেখা গেল। যেখানে ব্ল্যাক ক্যাপাসদের জয়ের বিকল্প নেই। পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে সফরকারী এবি ডি ভিলিয়ার্সের দল।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ১ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।