ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে লঙ্কান ম্যানেজার গুরুসিংহে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
টাইগারদের বিপক্ষে লঙ্কান ম্যানেজার গুরুসিংহে আসানকা গুরুসিংহে-ছবি:সংগৃহীত

ঘরের মাঠে আসছে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের আগেই নতুন টিম ম্যানেজার নিয়োগ দিল শ্রীলঙ্কান ক্রিকেট। দেশটির সাবেক ব্যাটসম্যান আসানকা গুরুসিংহেকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করা ৫০ বছর বয়সী গুরুসিংহে কয়েকদিনের মধ্যেই কাজে যোগ দেবেন।

গুরুসিংহে লঙ্কানদের ১৯৯৬ বিশ্বাকাপ জয়ী ক্রিকেটারদের মধ্যে অন্যতম। তিনি মোট ৪১টি টেস্ট ও ১৪৭টি ওয়ানডে খেলেছেন।

যেখানে নয়টি সেঞ্চুরি সহ ৬ হাজারেরও বেশি রান রয়েছে। তার লেভেল তিন এর আম্পায়ার হিসেবে অভিজ্ঞতা রয়েছে। এছাড়া সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার অধীনে আঞ্চলিক কোচ পরামর্শক হিসেবে কাজ করেছেন।

গুরু অবশ্য শ্রীলঙ্কান দলের হয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কাজ করেননি। তবে দেশের হয়ে কাজ করার জন্য সব সময়ে উন্মুখ ছিলেন তিনি। রঞ্জিত ফার্নান্দোর পরিবর্তে তিনি ম্যানেজার হচ্ছেন। এর আগে চারিথ সেনানায়েক চাকরি হারানোর পর রঞ্জিত খন্ডকালীন ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

এ প্রসঙ্গে লঙ্কান বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপাল বলেন, ‘আমাদের বোর্ডের সঙ্গে কাজ করার জন্য গুরুকে স্বাগতম জানাচ্ছি। তার পেশাদারিত্বে আমাদের দলের শুভ কামনা রইল। ’

লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল ইতোমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে। আগামী ৭ মার্চ গলে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে খেলতে নামবে দু’দল। ১৫ মার্চ দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

লঙ্কানদের টেস্ট স্কোয়াড: রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, দিকওয়েলা, উপুল থারাঙ্গা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, গুনারত্ন, দিনেশ চান্দিমাল, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ভিকুম সঞ্জয়া বান্দারা, দিলিরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, মালিন্দা পুষ্পাকুমারা।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিস রায় ও রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।