ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ময়মনসিংহে ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
ময়মনসিংহে ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন ময়মনসিংহে ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে দ্য ফারমার্স ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শুরু হয়েছে। 

বুধবার (০১ মার্চ) সকাল ১০টার দিকে নগরীর সার্কিট হাউজ মাঠে লীগের উদ্বোধন করেন ব্যাংকটির অডিট কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতী।  

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।  

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন জানান, লীগে রেনেসাঁ ক্লাব, আল হেলাল অ্যাথলেটিক্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব, দীপু সায়েম স্মৃতি সংসদ, শহীদ স্মৃতি সংসদসহ মোট ১১টি দল অংশ নিয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এমএএএম/আরআর/আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।