ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে তামিমের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
প্রস্তুতি ম্যাচে তামিমের সেঞ্চুরি তামিম ইকবাল-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচ টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা টাইগাররা আধিপত্য বিস্তার করে শুরুটা করে দারুণ। সৌম্যর বিদায়ের পর তামিম ইকবালের সঙ্গে দুর্দান্ত জুটি গড়া মুমিনুল স্বেচ্ছায় অবসরে যান। তবে সেঞ্চুরি তুলে নেন তামিম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২১২ রান করেছে বাংলাদেশ। তামিম ১০৩ ও মুশফিকুর রহিম ১৩ রানে অপরাজিত আছেন।

মোরাতুয়ার ডি জয়সা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে যায় বাংলাদেশ। ব্যক্তিগত ৯ রানে লাহিরু সামাকোনের বলে রন চন্দ্রাগুপ্তাকে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য।  

অভিজ্ঞ ওপেনার তামিম টেস্ট মেজাজেই নিজের ইনিংস বড় করেছেন। কিন্তু তৃতীয় উইকেটে এসে মুমিনুল হক স্ট্রাইক রেট বাড়িয়ে রান তোলেন। দু’জনে মিলে তোলেন ১৪৩ রান। পরে ১০৩ বলে ১০টি চারের সাহায্যে মুমিনুল ৭৩ রানে স্বেচ্ছায় অবসর নিয়ে মাঠ ছাড়েন।

অপরদিকে সেঞ্চুরি তুলে নেন তামিম। ১৪৬ বলে সাতটি চার ও পাঁচ ছক্কায় তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।

গত রাতেই সফরকারী বাংলাদেশ জানতে পারে কারা তাদের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ। দিনেশ চান্দিমালের নেতৃত্বে শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ দলে অন্যদের টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।

দুই দিনের এ ম্যাচের দু’দলেরই রয়েছে ১২ জন করে ক্রিকেটার। যেখানে ব্যাটিং ও বোলিং করতে পারবেন ১১ জন করে।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাশ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সুভাষীশ রায়, তাসকিন আহমেদ।  

শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ: দিনেশ চান্দিমাল, রন চন্দ্রাগুপ্তা, লিও ফ্র্যান্সিসকো, ওয়ানিদু ডি সিলভা, চামিকা করুনারত্নে, লাসিথ আম্বুলদেনিয়া, অভিষেক ফার্নান্দো, রোসেন সিলভা, আইরোশ সামারাসুরাইয়া, রুমেশ বুদ্দিকা, লাহিরু সামারাকোন, প্রবিন জয়াউইকরামা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।