ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যর্থতার বৃত্তে কোহলি, ব্যাকফুটে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
ব্যর্থতার বৃত্তে কোহলি, ব্যাকফুটে ভারত ব্যর্থতার বৃত্তে কোহলি, ব্যাকফুটে ভারত/ছবি: সংগৃহীত

পুনে টেস্টের দুঃস্বপ্ন ভুলে ভারতের সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কিন্তু, দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ বিরাট কোহলি। বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ১২ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। টানা তিন ইনিংসে (প্রথম টেস্টে ০, ১৩) হাসেনি কোহলির ব্যাট।

কোহলিকে এলবিডব্লুর ফাঁদে ফেলে সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান স্পিনার নাথান লিওন। দলীয় ৮৮ রানে তৃতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া।

এ রিপোর্ট লেখা অবধি ভারতের সংগ্রহ ৩৮ ওভার শেষে তিন উইকেটে ৯৪। ওপেনার লোকেশ রাহুল ৫৫ ও অজিঙ্কা রাহানে ৩ রানে ব্যাট করছেন।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলপতি কোহলি। দলীয় ১১ রানে ওপেনার অভিনব মুকুন্দের (০) উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় ওভারে তাকে এলবিডব্লু  করে অজিদের দিনের প্রথম ব্রেকথ্রু এনে দেন পেসার মিচেল স্টার্ক।

চেতশ্বর পুজারার (১৭) বিদায়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দু’দল। তাকে পিটার হ্যান্ডসকম্বের ক্যাচে পরিণত করেন লিওন। রাহুল-পুজারার জুটিতে আসে ৬১। প্রথম সেশন শেষে স্কোরবোর্ডে ২৭.৫ ওভারে দুই উইকেট হারিয়ে ৭২ রান তোলে স্বাগতিকরা।

ভারতের টানা ১৯ টেস্টে (ঘরের মাঠে টানা ২০) অপরাজেয় থাকার দৌড় থামায় অস্ট্রেলিয়া। চার ম্যাচ সিরিজের শুরুতেই বড় ‍এক ধাক্কাই খায় বিরাট কোহলির দল। নিজেদের পাতানো ফাঁদেই আটকা পড়ে স্বাগতিকরা! স্পিনবান্ধব উইকেটে তিন দিনেই ম্যাচের নিষ্পত্তি ঘটে।

ভারতের মাটিতে টানা সাত টেস্টে হারের পর ৩৩৩ রানের উড়ন্ত জয়ে বাঁধভাঙা উল্লাসে মাতে অজিরা। বাঁহাতি স্পিন ঘূর্ণিতে একাই ১২টি উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন ম্যাচ সেরা স্টিভ ও’কিফ। দুই ইনিংস মিলিয়ে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২১২ (১০৫ ও ১০৭)।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ৪ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।