ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির অস্বস্তি বাড়াচ্ছেন স্মিথ-ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
কোহলির অস্বস্তি বাড়াচ্ছেন স্মিথ-ম্যাক্সওয়েল ছবি: সংগৃহীত

চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করছে সফরকারী অস্ট্রেলিয়া। বিরাট কোহলির নেতৃত্বে থাকা স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের ইনিংস লম্বা করার লক্ষ্যে এগুচ্ছে অজিরা।

এ রিপোর্ট লেখা অবধি অস্ট্রেলিয়া ৫৬ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৮৪ রান। উইকেটে থেকে দলকে টানছিলেন দলপতি স্টিভেন স্মিথ (৭৪) আর মাত্রই চতুর্থ টেস্টে নামা গ্লেন ম্যাক্সওয়েল (১৬)।

রাঁচিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি দলপতি স্মিথ। দুই ওপেনার ম্যাট রেনশ আর ডেভিড ওয়ার্নার শুরুটা ভালো করলেও দলীয় ৫০ রানের মাথায় বিদায় নেন ওয়ার্নার। ব্যক্তিগত ১৯ রানে তাকে সাজঘরে পাঠান জাদেজা। ৪৪ রানে বিদায় নেন রেনশ। দলীয় ৮০ রানের মাথায় দুই ওপেনারকে হারায় অজিরা।

এরপর দ্রুতই বিদায় নেন শন মার্শ (২)। দলীয় ৮৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারানোর পর দলকে টানতে থাকেন পিটার হ্যান্ডসকম্ব এবং স্মিথ। ১৪০ রানের মাথায় হ্যান্ডসকম্বের (১৯) বিদায়ে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা।

এরপর জুটি গড়ে দলকে টানতে থাকেন স্মিথ আর ম্যাক্সওয়েল। ২০১৪ সালের পর আবারো জাতীয় দলের হয়ে সাদা পোশাকে নেমেছেন ম্যাক্সওয়েল। এর আগে আরব আমিরাতে একটি আর বাকি দুটি ম্যাচ ভারতের বিপক্ষেই খেলেছিলেন। চার ম্যাচের চারটিতেই ম্যাক্সওয়েল প্রতিপক্ষ হিসেবে এশিয়ার কোনো দেশকে পেয়েছে। যার তিনটিই টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।