ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিদের ২১১ রানের জবাবে ব্যাটিংয়ে নাসিররা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
মাশরাফিদের ২১১ রানের জবাবে ব্যাটিংয়ে নাসিররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: বিসিবি লাল দলের আক্রমনাত্মক বোলিংয়ে ইমার্জিং এশিয়া কাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বড় সংগ্রহ থেকে বঞ্চিত হলো বিসিবি সবুজ দল। জাকির হোসেনের ৫৭ ও নাঈম ইসলাম জুনিয়রের ৩৩ রানে সবক’টি উইকেটের বিনিময়ে ৪৭.১ ওভারে ২১১ রানের স্বল্প পুঁজিতে থামলো মাশরাফি বিন মর্তুজাদের ইনিংস।

২১২ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে নাসির হোসেনের বিসিবি লাল দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাল দলের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি লাল দলের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বিসিবি সবুজ দল। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেননি সবুজ দলের টপ অর্ডাররা। দলীয় ১১ রানেই প্যাভিলনে ফিরেছেন তিন টপ অর্ডার মেহেদি মারুফ (১), এনামুল বিজয় (১) ও তুষার ইমরান (০)।
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমটপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় দল যখন একেবারেই ব্যাকফুটে তখন দলের হাল ধরেন মিডল অর্ডারের জাকির হোসেন। তিনি খেলেছেন ৫৭ রানের এক দায়িত্বশীল ইনিংস। এরপর নাঈম ইসলাম জুনিয়রের ৩৩, ওপেনার আজমীর আহমেদের ২৯, সালমান হোসেনের ২৫ এবং মাশরাফি ও রাহাতুল ফেরদৌসের ১৯ রানে সবক’টি উইকেট হারিয়ে ২১১ রানে থামে মাশরাফিদের ইনিংস।

লাল দলের হয়ে বল হাতে আবুল হাসান রাজু, আবু হায়দার রনি ও মেহেদি হাসান নিয়েছেন ২টি করে উইকেট। আর নাসির হোসেন, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম ও নাসুম আহমেদ নিয়েছেন ১টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।