ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টানা তিনটি ফিফটির পর সৌম্যর বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
টানা তিনটি ফিফটির পর সৌম্যর বিদায় টানা তিনটি ফিফটির পর সৌম্যর বিদায়/ছবি: সংগৃহীত

গল টেস্টের (৭১ ও ৫৩) পর কলম্বোতে দলের শততম টেস্টের প্রথম ইনিংসেও হাফসেঞ্চুরি উদযাপন করেছেন সৌম্য সরকার। স্পিনার লক্ষণ সান্দাকানের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৬১। তামিম-সৌম্যর ব্যাটিং নৈপুণ্যে শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৪১.৩ ওভার শেষে দুই উইকেটে ১৩০। ইমরুল কায়েস ১৪ রানে ব্যাট করছেন।

অর্ধশতক থেকে মাত্র ১ রান দূরে থাকতে এলবিডব্লুর শিকার হন তামিম ইকবাল। ৯৫ রানের ওপেনিং জুটি ভেঙে লঙ্কানদের ব্রেকথ্রু এনে দেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। প্রথমে আবেদনে সাড়া দেননি আলিম দার। রিভিউ নেন হেরাথ। রিভিউতে সফল হয়ে উল্লাসে মাতে লঙ্কান শিবির।

তামিমের বিদায়ের মধ্য দিয়ে চা বিরতিতে যায় দু’দল। শেষ হয় দিনের দ্বিতীয় সেশন। দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৭.৪ ওভারে এক উইকেটে ৯৫।

সেঞ্চুরিয়ান দিনেশ চান্দিমালের ব্যাটিং দৃঢ়তায় প্রথম দিনের করা সাত উইকেটে ২৩৮ রান নিয়ে প্রথম সেশন পার করে লঙ্কানরা। স্কোরবোর্ডে যোগ হয় আরও একশ’ রান। মধ্যাহ্ন বিরতির আগে সবকটি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩৩৮। শেষ তিন উইকেটে ‍আসে ১৪৩।

দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩০০ বল মোকাবেলায় ১৩৮ রানের অসাধারণ ইনিংস উপহার দেন চান্দিমাল। ১০৬তম ওভারে তাকে মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানিয়ে সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান মেহেদী হাসান মিরাজ। নবম উইকেট হারায় লঙ্কানরা।

দশম উইকেট জুটিতে ৩৩ রান তোলেন দুই টেলএন্ডার লাকমল ও লক্ষণ সান্দাকান (৫ অপ.)। লাকমলকে (৩৫) সৌম্য সরকারের তালুবন্দী করে লঙ্কান ইনিংসের সমাপ্তি টানেন পেসার শুভাশিস রায়। অলআউট হওয়ার আগে ১১৩.৩ ওভার ব্যাটিং করে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) চান্দিমাল-হেরাথ জুটি (৫৫) ভেঙে দ্বিতীয় দিনের প্রথম ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ (২৫)।  দলীয় স্কোর আড়াইশ’র ঘরে যেতেই অষ্টম উইকেট হারায় স্বাগতিকরা। নবম উইকেটে লাকমলকে নিয়ে আরও ৫৫ রান যোগ করেন চান্দিমাল।

এর আগে প্রতিকূল আবহাওয়ায় আলোকস্বল্পতার কারণে কলম্বোর পি সারা ওভালে প্রথম দিনে ৮৩.১ ওভারের খেলা হয়। লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ২৩৮। ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন দিনেশ চান্দিমাল ও অধিনায়ক রঙ্গনা হেরাথ (১৮ অপ.)। একাই দলকে টেনে তোলেন ৮৬ রানে অপরাজিত থাকা চান্দিমাল।

নিজেদের ক্রিকেট ইতিহাসে ঐতিহাসিক টেস্টের প্রথম দিনটি দারুণ কাটে বাংলাদেশের। দলীয় ৭০ রানে চার উইকেট হারিয়ে চাপের মুখেই পড়েছিল স্বাগতিকরা। দিমুথ করুণারাত্নে ৭, কুশল মেন্ডিস ৫, উপুল থারাঙ্গা ১১ ও আসিলা গুনারাত্নে ১৩ রান করে আউট হন।

ধনাঞ্জয়া ডি সিলভার (৩৪) সঙ্গে ৬৬ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেন চান্দিমাল। নিরোশান ডিকওয়েলাকে (৩৪) নিয়ে আরও ৪৪ রান যোগ করেন তিনি। ৯ রানে বিদায় নেন দিলরুয়ান পেরেরা। ১৯৫ রানে সপ্তম উইকেটের পতন ঘটে।

প্রথম ইনিংসে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন মেহেদী হাসান মিরাজ। দু’টি করে নেন মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও শুভাশিস রায়। বাকি উইকেটটি তাইজুল ইসলামের।

দুই ম্যাচ সিরিজে সিরিজে সমতায় ফিরতে চোখ রাখছে টিম বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় গল টেস্টে (৭-১১ মার্চ) ২৫৯ রানে হার মানতে হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।