ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

তবুও তৃপ্ত মাশরাফি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
তবুও তৃপ্ত মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ফতুল্লা থেকে: ইমার্জিং এশিয়া কাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বিসিবি লাল দলের বিপক্ষে সবুজ দলের হয়ে বল হাতে নেমে শুরুটা ভালো হয়নি অধিনায়ক মাশরাফির। তারপরও শ্রীলঙ্কা যাত্রার আগে প্রস্তুতি ম্যাচটি খেলে বেশ তৃপ্তই মনে হয়েছে ম্যাশকে।  

ইনজুরি থেকে ফিরে মাঠে নেমে প্রথম ওভারে দিয়েছেন ১১ রান। এই ১১ রানের একটি রান এসেছে ওয়াইড বল থেকে, একটি নো বল থেকে।

বাদবাকি রানগুলো এসেছে বাউন্ডারি ও একটি সিঙ্গেল থেকে। বল হাতে নেমে রানিংয়ে সমস্যা অনুভব করেছেন ম্যাশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম প্রস্ততি ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে গণমাধ্যমকে বিসিবি সবুজ দলের দলপতি মাশরাফি বিন মর্তুজা জানান, ‘শুরুতে খুব বেশি স্বাচ্ছন্দে বল করতে পারিনি। নো বল হচ্ছিল, রানআপে সমস্যা হচ্ছিল। বোলিংটা খুব বেশিদিন হয়নি শুরু করেছি, ১০-১২ দিন। অনুশীলন ম্যাচটা আমার জন্য ভালো হয়েছে। কেননা অনুশীলন ম্যাচ না খেললে সিরিজে খাপ খাইয়ে নিতে অসুবিধা হয়। তাই আমার জন্য ভালো হয়েছে। আর যেহেতু আরও এক সপ্তাহ বাকি আছে আশা করি ঠিক হয়ে যাবে। ’

নিউজিল্যান্ড সিরিজে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়ার প্রায় আড়াই মাস পরে কোনো ম্যাচে এই প্রথম বল হাতে মাঠে নেমেছেন ম্যাশ। শ্রীলঙ্কা সিরিজের আগে যে ব্যাপারটি তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।  

তাই উইকেট না পেলেও বিষয়টি নিয়ে মাথা ঘামানোর তেমন কোনো কারণই নেই। প্রস্তুতিটাই এখানে মূখ্য। তবে বল হাতে তিনি উইকেটের দেখা না পেলেও ব্যাট হাতে কিন্তু ভালোই করেছেন। দলের ছয় ব্যাটসম্যান ড্রেসিংরুমে ফেরার পর নিজেদের ব্যাটিং ইনিংসের ২৩তম ওভারে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে উইকেটে ছিলেন ৩১ ওভার পর্যন্ত। খেলেছেন ১৯ রানের ইনিংস। নিজের ইনিংসটিকে তিনি আরও বড় করতে চেয়েছিলেন।
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম মাশরাফি জানান, ‘সেটাই চেষ্টা করছিলাম। ২০-২২ ওভারে ৬টি উইকেট পড়ে যায়। তারপরে চেষ্টা করছিলাম মাঠে থাকার। যতক্ষণ থাকা যায়। অনেকদিন পর মাঠে নেমে ওটাই চেষ্টা করছিলাম। ’

শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে দেশের মাটিতে এটাই মাশরাফির শেষ প্রস্তুতি ম্যাচ। স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ২৫ মার্চ থেকে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে দলের বাকি তিন প্লেয়ার সানজামুল, শুভাগত ও সোহানকে সাথে নিয়ে ১৮ মার্চ শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বেন মাশরাফি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।