ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

স্মিথের পর ম্যাক্সওয়েলের সেঞ্চুরি, কোহলিদের অস্বস্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
স্মিথের পর ম্যাক্সওয়েলের সেঞ্চুরি, কোহলিদের অস্বস্তি স্মিথের পর ম্যাক্সওয়েলের সেঞ্চুরি, কোহলিদের অস্বস্তি/ছবি: সংগৃহীত

টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি উদযাপন করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। রাঁচিতে স্মিথ-ম্যাক্সওয়েলের ১৯১ রানের জুটিতে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া। চার ম্যাচ সিরিজে ১-১ সমতা।

শুক্রবার (১৭ মার্চ) চার উইকেটে ২৯৯ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামেন দু’জন। প্রথম দিনই ১৯ নম্বর শতক হাঁকান অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

তাকে যোগ্য সঙ্গ দেন ম্যাক্সওয়েল। ১৪০ রানে চার উইকেট হারানোর পর দু’জনের ব্যাটিং নৈপুণ্যে বিরাট কোহলিদের চোখেমুখে অস্বস্তি ছিল স্পষ্ট!

সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি ম্যাক্সওয়েল (১০৪)। দলীয় ৩৩১ রানে রবিন্দ্র জাদেজার বলে ঋদ্ধিমান সাহার গ্লাভসে আটকা পড়েন তিনি। এর আগে ওপেনিং জুটিতে পঞ্চাশ রান তোলেন ডেভিড ওয়ার্নার (৪৪) ও ম্যাট রেনশ (১৯)। শন মার্শ ২ ও পিটার হ্যান্ডসকম্ব ১৯ রান করে বিদায় নেন।

পাঁচ উইকেটের মধ্যে দু’টি করে নেন উমেশ যাদব ও জাদেজা। অন্যটি রবিচন্দ্রন ‍অশ্বিনের।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।