ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় দিন প্রোটিয়াদের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
দ্বিতীয় দিন প্রোটিয়াদের লিড ছবি: সংগৃহীত

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮১ রানে এগিয়ে প্রোটিয়ারা, হাতে আছে আরও একটি উইকেট। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম দিন দুই দলের মোট ১২ উইকেটের পতন হয়। দ্বিতীয় দিন আরও সাতটি উইকেটের পতন ঘটে।

আগে ব্যাট করা কিউইরা প্রোটিয়া বোলারদের তাণ্ডবে ২৬৮ রানেই গুটিয়ে যায়। নিজেদের প্রথম ইনিংসে প্রোটিয়ারাও খুব একটা স্বস্তিতে দিন শেষ করতে পারেনি।

প্রথম দিন শেষে ২৪ রান তুলতেই দুই উইকেট খুঁইয়ে বসে অতিথিরা। দ্বিতীয় দিন সফরকারীরা ২৪৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে তুলেছে ৯ উইকেটে ৩৪৯ রান।

নিউজিল্যান্ডের ওপেনার জীত রাভাল ৩৬ রান করলেও আরেক ওপেনার টম ল্যাথাম ব্যক্তিগত ৮ রানে বিদায় নেন। তিন নম্বরে নামা দলপতি কেন উইলিয়ামসন ২ রানে সাজঘরে ফেরেন। অভিষিক্ত নেইল ব্রুমের শুরুটা হয়েছে দুঃস্বপ্নে ভরা। ৪ বল মোকাবেলা করে ফিরতে হয়েছে খালি হাতেই।

পাঁচ নম্বরে নামা হেনরি নিকোলাস ব্যাট হাতে না দাঁড়ালে আরও বিপাকে পড়তো নিউজিল্যান্ড। টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান ১৬১ বলে ১৫টি চারের সাহায্যে করেন ১১৮ রান। জেমস নীশাম ১৫, ওয়াটলিং ৩৪, গ্রান্ডহোম ৪, টিম সাউদি ২৭ আর জিতান প্যাটেল ১৭ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি উইকেট দখল করেন জেপি ডুমিনি। এছাড়া, দুটি করে উইকেট পান মরনে মরকেল, কেগিসো রাবাদা এবং কেশব মহারাজ।

ব্যাটিংয়ে নেমে দলীয় ১২ রানের মাথায় দুই ওপেনারকে হারায় প্রোটিয়ারা। স্টিফেন ডি কক ৩ ও ডীন এলগার ৯ রানে বিদায় নেন। শূন্য রানে অপরাজিত থাকা হাশিম আমলার সঙ্গে অপরাজিত ৮ রান নিয়ে দিন শেষ করেন নাইটওয়াচম্যান কেগিসো রাবাদা। দ্বিতীয় দিনের শুরুতে রাবাদা ব্যক্তিগত ৯ রানের মাথায় বিদায় নেন। আমলার ব্যাট থেকে আসে ২১ রান।

জেপি ডুমিনি ১৬ ও দলপতি ফাফ ডু প্লেসিস ২২ রান করে সাজঘরে ফেরেন। এরপর দলের হাল ধরেন তেমবা বাভুমা ও কুইন্টন ডি কক। স্কোরবোর্ডে আরও ১৬০ রান যোগ করেন তারা। বাভুমা ৮৯ আর ডি কক ৯১ রানে বিদায় নেন। ৩৬ রানে অপরাজিত আছেন ভারনন ফিল্যান্ডার। আরেক অপরাজিত থাকা টেলএন্ডার মরনে মরকেল ৩১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন।

গ্রান্ডহোম ও নেইল ওয়াগনার তিনটি করে উইকেট তুলে নেন। টিম সাউদি দুটি আর জেমস নীশাম একটি উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।