কলম্বোর পি সারা ওভালে ১৯১ রানের লক্ষ্যটা ছয় উইকেট হারিয়ে টপকে যেতেই বাঁধভাঙা উল্লাসে মাতে টিম বাংলাদেশ। জায়গা করে নেয় ইতিহাসের পাতায়।
বাংলাদেশ সিরিজের আগে ঘরের মাটিতে এক কথায় অপ্রতিরোধ্য ছিল লঙ্কানরা। গত বছরের জুলাই-আগস্টে শ্রীলঙ্কায় গিয়ে তিন ম্যাচ সিরিজে ধবলধোলাই হয়েছিল অস্ট্রেলিয়া। তারও আগে ২০১৫ সালের অক্টোবরে দুই টেস্টেই হার বরণ করে ওয়েস্ট ইন্ডিজ।
গল টেস্টে মুশফিকদের ২৫৯ রানে হারিয়ে আরেকটি হোম সিরিজ জয়ের স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে রীতিমতো মাটিতে নামালো বাংলাদেশ দল। অসাধারণ জয়ে স্মরণীয় করে রাখলো ঐতিহাসিক টেস্ট। তাইতো বলাই যায়, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া যা পারেনি সেটিই করে দেখালো বদলে যাওয়া দুর্দান্ত বাংলাদেশ!
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৭
এমআরএম