ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজটি স্মরণীয় করে রাখতে চান মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
সিরিজটি স্মরণীয় করে রাখতে চান মাশরাফি শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজটি স্মরণীয় করে রাখতে চান মাশরাফি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

রাত পোহালেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি নিয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ। কলম্বোতে অ্যাওয়ে সিরিজটি স্মরণীয় করে রাখতে চোখ রাখছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় ওয়ানডেতে দলের আক্রমণাত্মক ক্রিকেট অব্যাহত রাখার দিকে জোর দিচ্ছেন ‘নড়াইল এক্সপ্রেস’।

দেশের মাটিতে চেনা কন্ডিশনে ধারাবাহিকভাবে প্রতিপক্ষদের হারিয়ে আসছে বাংলাদেশ দল। সবশেষ সাতটি হোম সিরিজের ছয়টিতেই জয়োল্লাসে মাতে টাইগাররা।

সময় এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও সাফল্য আদায় করা।

সেই লক্ষ্যে শততম টেস্টে জয়ের পর (১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ হয়) প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুরুটা হয়েছে দুর্দান্ত। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তৃতীয় ও শেষ ওডিআই এখন সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়িয়েছে। শনিবার (১ এপ্রিল) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

সিরিজ জয়ের দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন মাশরাফি, ‘যখন অন্য টিমগুলো বাংলাদেশে আসে আমরা ভালো খেলি। এটাই বাস্তবতা। আমরা সত্যিকার অর্থে তখনই ভালো টিম হবো যখন বেশিরভাগ অ্যাওয়ে ম্যাচ জিতবো। ’

‘আমি নিউজিল্যান্ড সিরিজের আগেও বলেছিলাম, আমাদের আসল পরীক্ষা শুরু হয়ে গেছে। আমরা বেশিরভাগ ম্যাচই জিতেছি হোম কন্ডিশনে। এখন অ্যাওয়ে ম্যাচের সময়। ’-যোগ করেন মাশরাফি।

টাইগার দলপতি আরও বলেন, ‘নিউজিল্যান্ডে ফলাফল আমাদের পক্ষে না থাকলেও বেশ কয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু, এখানে আমরা একটি টেস্ট ম্যাচ জিতেছি এবং একটি ওয়ানডে। তাই উন্নতি একবারেই আসবে না। অ্যাওয়ে ম্যাচের কথা বললে উদাহরণস্বরুপ বলা যায়, ডাম্বুলার উইকেট নিয়ে আমাদের কোনো ধারণা ছিল না। অনেক আগে আমরা এখানে খেলেছিলাম। তাই এসবের সঙ্গে মানিয়ে নেয়াটা কঠিন, ধীরে ধীরে পরিবর্তনটা আসবে। ’

পরিত্যক্ত হওয়া ওয়ানডেতে বৃষ্টির কারণে লঙ্কানদের ৩১১ রানের জবাবে ব্যাটিংয়ে নামা হয়নি। এ টার্গেট অতিক্রম করা যেত বলে আত্মবিশ্বাসী ছিলেন মাশরাফি। তবে সিরিজ নিশ্চিতের তৃতীয় ম্যাচটিতে বোলিংয়ে শৃঙ্ক্ষলা আনার দিকে জোর দিচ্ছেন তিনি।

সিংহলিজের উইকেট নিয়ে মাশরাফির ভাষ্য, ‘সিংহলিজের ইতিহাস দেখলে এখানের গড় স্কোর ২৭০ থেকে ২৯০। তার মানে এটা তিনশ’ ছাড়াতে পারে। তাই আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যদি আমরা তাদের তিনশ’র নিচে আটকে রাখতে পারি ব্যাটসম্যানদের জন্য তা সুবিধাজনক হবে। ’

টস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন মাশরাফি। পাশাপাশি নিজ দলকে আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলার তাগিদ দিয়েছেন, ‘অনেক সতর্কতা অবলম্বন করে খেলাটা কঠিন, কারণ এভাবে নিজের সেরাটা দেওয়া যায় না। ম্যাচ জিততে চাইলে রক্ষণাত্মক খেলে সেটা সম্ভব নয়। আমার মতে নির্ভার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সৌভাগ্যক্রমে দল দু’টি ম্যাচ জিতে ছন্দে রয়েছে। আমি সবসময়ই চাইবো যেন আমরা আক্রমণাত্মক খেলি। ক্রীড়ায় শরীরী ভাষাও গণ্য করতে হবে। ’ 

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।