ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনালে এসে অবশেষে টসে জিতলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।ফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (১ এপ্রিল) সকাল নয়টায় শুরু হওয়া এই ম্যাচে নেই গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলা ওপেনার ব্যাটসম্যান আজমির আহমেদ। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন ইয়াসির আলী।

একাদশ থেকে আজমির বাদ পড়ায় ওপেনিংয়ে নেমেছেন সাইফ হাসান ও আফিফ হাসান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫ রান।

দিনের অপর সেমিফাইনালে এম এ আজিজ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।