ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বগুড়ায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
বগুড়ায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন বগুড়ায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন/ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন বেলুন উড়িয়ে এ লিগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।  
 
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সার্জিল আহমেদ টিপু, নির্বাহী সদস্য হাসান আলী আলাল, শহিদুল ইসলাম স্বপন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট আছিয়া আক্কাস প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল বাংলানিউজকে জানান, উদ্বোধনী ম্যাচে শহীদ তারেক সংঘ ও চকসূত্রাপুর বয়েজ ক্লাব অংশগ্রহণ করে।
 
তিনি আরো জানান, রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ লিগের পৃষ্টপোষকতায় রয়েছে রায় ট্রেডার্স বলেও যোগ করেন জামিলুর রহমান জামিল।  
 
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এমবিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।