ইনিংসের ৪৪তম ওভারে গুনারত্নের তৃতীয় বলটি ডিপ মিড উইকেটে ফ্লিক করে ব্যাট উঁচিয়ে ধরে অর্ধশতকের উদযাপন করেন মিরাজ।
তার অর্ধশতকের মধ্যে চারের মার ছিল ৬টি।
শনিবার (১ এপ্রিল) সিংহলিজ স্পোর্টস মাঠে জয়ের জন্য স্বাগতিকদের দেয়া ২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৫৫ রানে ৮ উইকেট হারিয়ে যখন টাইগাররা দুইশো রানের নিচে গুটিয়ে অবস্থা তখন নবম উইকেটে তাসকিনকে নিয়ে ৫৪ রানের ইনিংস খেলে দলকে ২’শ রানের কোঠা পার করে দেন এই টাইগার ত্রাতা।
তবে খুব বেশিক্ষণ নিজের ইনিংসটিকে দীর্ঘ্যায়িত করতে পারেননি। কুলাসেকারার ৪৫ তম ওভারের প্রথম বলেই গুনারত্নেরে হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫১ রানে ফিরেছেন ড্রেসিংরুমে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ১ এপ্রিল ২০১৭
এইচএল/এমএমএস