ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির ম্যাচ নিষেধাজ্ঞা, দলের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
মাশরাফির ম্যাচ নিষেধাজ্ঞা, দলের জরিমানা স্লো ওভার রেটে মাশরাফির ম্যাচ নিষেধাজ্ঞা, দলের জরিমানা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

কলম্বোয় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মর্তুজা নিজেই এক ম্যাচে নিষেধাজ্ঞার কথা বলেছিলেন। সেটিই এবার অফিসিয়াল ঘোষণায় নিশ্চিত করেছে আইসিসি। ১২ মাসের মধ্যে দ্বিতীয়বার স্লো ওভার রেটের ‍কারণে মাশরাফিকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

একইসঙ্গে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। দলের বাকি খেলোয়াড়দের ২০ শতাংশ।

শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করায় জরিমানার আওতায় পড়ে বাংলাদেশ দল। শনিবার (১ এপ্রিল) অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭০ রানে হার মানে টাইগাররা। টেস্টের (দুই ম্যাচ) পর ওডিআই সিরিজও শেষ হয় ১-১ সমতায় (দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত)। ৪ ও ৬ এপ্রিল দু’টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার ঘাটতিতে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়। অধিনায়কের দ্বিগুণ। গত বছরের ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন মাশরাফি।

অর্থাৎ, পরবর্তী ওয়ানডে মিস করবেন ‘নড়াইল এক্সপ্রেস’। বর্তমান সূচিতে আগামী ১২ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফিবিহীন বাংলাদেশ। ফিরবেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ২ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।