ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা সিরিজ শেষেই মোস্তাফিজকে চায় হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
শ্রীলঙ্কা সিরিজ শেষেই মোস্তাফিজকে চায় হায়দ্রাবাদ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ শেষেই মোস্তাফিজকে (ডানে) পেতে চায় হায়দ্রাবাদ/ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ শেষেই মোস্তাফিজুর রহমানকে চায় আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ। স্বয়ং কোচ টম মুডি আশাবাদী, ৭ এপ্রিল দলের সঙ্গে যোগ দেবেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ। তার আগেরদিন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে।

সম্প্রতি গুঞ্জন ওঠে, আইপিএলের দশম আসরে খে‍লা হচ্ছে না মোস্তাফিজের! গতবার হায়দ্রাবাদের শিরোপা জয়ে বড় অবদান রাখেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা এ উঠতি পেসার।

এক সাক্ষাৎকারে মুডি বলেন, ‘এ পর্যায়ে তার (মোস্তাফিজ) আশার ব্যাপারে আমরা আশাবাদী।

আমাদের কাছে অফিসিয়াল কিছু নেই। ৭ এপ্রিল এখানে তার উপস্থিতি প্রত্যাশা করছি। যদি না বিসিবির কাছ থেকে ভিন্ন কিছু শুনি, তাকে পাওয়ার প্রত্যাশা অব্যাহত থাকবে। ’

গত বছর সানরাইজার্স হায়দ্রবাদের হয়ে আইপিএলে নিজের প্রথম আসরেই শিরোপা উল্লাসে মাতেন মোস্তাফিজ/ছবি: সংগৃহীতমোস্তাফিজের আইপিএল খেলার প্রশ্নে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের ইতিবাচক মন্তব্যে আশ্বস্ত হতেই পারে সানরাইজার্স। অনাপত্তিপত্র দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন। একইসঙ্গে মোস্তাফিজের আগ্রহের দিকটিতেও জোর দিয়েছেন। খেলতে চাইলে বাধা দেওয়া হবে না।

আইপিএল ইস্যুতে মোস্তাফিজের সঙ্গে কথা বলবেন পাপন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ফিজিওর পরামর্শকে গুরুত্ব দেবেন তিনি। কিন্তু, হায়দ্রাবাদের চাওয়া অনুযায়ী, শ্রীলঙ্কা সিরিজের পরপরই মোস্তাফিজের ভারতে উড়াল দেওয়ার সম্ভাবনা কম। বিশ্রামের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে বিসিবি।

জুনে চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে আগামী মাসে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ (১২ মে শুরু) খেলবে বাংলাদেশ। তাই টুর্নামেন্টের শেষদিকে মোস্তাফিজকে পাবে না ডেভিড ওয়ার্নারের দল। ৫ এপ্রিল শুরু হয়ে ২১ মে দশম আইপিএলের পর্দা নামবে। উদ্বোধনী ম্যাচে গতবারের ফাইনালিস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মোস্তাফিজবিহীন হায়দ্রাবাদ।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ২ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।