ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টিকিট কালেক্টর ধোনি কোম্পানির সিইও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
টিকিট কালেক্টর ধোনি কোম্পানির সিইও ছবি: সংগৃহীত

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একদিনের জন্য প্রধান নির্বাহীর পদ পেয়েছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের। গালফ ওয়েল ইন্ডিয়া কোম্পানির সিইও হিসেবে সোমবার (০৩ এপ্রিল) তিনি দায়িত্ব পালন করেন।

মুম্বাইয়ের গালফ অয়েল ইন্ডিয়ার প্রধান কার্যালয়ে গতকাল তিনি সুটেড-বুটেড হয়ে অফিস করেছেন। ২০১১ সাল থেকে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন ধোনি।

আগে থেকেই গালফ অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ ঠিকই করে রেখেছিলেন ধোনিকে তাদের প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদে বসাবেন। সেটি মাত্র একদিনের জন্য হলেও। আইপিএলের ব্যস্ততার মাঝেই মুম্বাইয়ে সুযোগ মেলে ধোনির। রাইজিং পুনে সুপারজায়ান্টসের দলপতি ক্লাবে যোগ দেওয়ার আগে মুম্বাইয়ের অফিসে এই পদ গ্রহণের আগ্রহ দেখান।

ধোনির ছোটোবেলার বন্ধু এবং কমার্শিয়াল ম্যানেজার অরুন পান্ডে জানান, ‘দুই পক্ষই অনেক আগে থেকে এ ব্যাপারে আলোচনা করে রেখেছিল। ধোনি সময় করে উঠতে পারছিল না। এবার সুযোগ মেলায় কোম্পানিটি তাকে একদিনের জন্য সব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছিল। পুরোটা সময় দুই পক্ষই অনেক আলোচনা করেছে। আর পুরোটা দিন তারা দারুণ সময় কাটিয়েছে। ’

তিনি আরও যোগ করেন, ‘কোম্পানির সিইও হিসেবে ধোনি অনেক গুরুত্বপূর্ণ মিটিংও করেছে। কিছু কিছু সিদ্ধান্ত দিয়েছে। কিছু কিছু নথিতে স্বাক্ষরও করতে দেখেছি। পোশাকে আর কাজের ক্ষেত্রে সত্যিকারের একজন সিইওর মতোই দেখাচ্ছিল ধোনিকে। সে সন্ধ্যা ছয়টা বাজতেই কাজকর্ম শেষ করে অফিস থেকে বেরিয়েছে। ’

আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগে ধোনি রেলওয়ের একজন টিকিট কালেক্টর হিসেবে কাজ করেছেন। এবার নামী-দামি একটি প্রতিষ্ঠানের সিইও হিসেবে কাজ করলেন। দুই কাজের মাঝে কতটা পার্থক্য সেটি উপলব্ধি করতেই ধোনি কোম্পানিটির এই সুযোগকে কাজে লাগান।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ০৪ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।