ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানি সাদাবের আরও অস্ত্র আছে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
পাকিস্তানি সাদাবের আরও অস্ত্র আছে ছবি: সংগৃহীত

বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-১ এ হারানোর অন্যতম নায়ক পাকিস্তানের লেগ স্পিনার সাদাব খান। এই সিরিজের মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক ঘটে ১৮ বছর বয়সী এই তরুণ পাকিস্তানি লেগ স্পিনারের।

ঘূর্ণিজাদুতে ক্যারিবীয়ানদের বধ করে সিরিজ সেরার পুরস্কার পাওয়া সাদাব খান জানিয়েছেন, তার ভাণ্ডারে আরও বিভিন্ন অস্ত্র রয়েছে।

চার ম্যাচ খেলে সাদাব খান পেয়েছেন ১০ উইকেট।

ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। দলও জিতেছিল প্রথম দুটি ম্যাচে। তৃতীয় ম্যাচে হেরে বসে পাকিস্তান। তবে, চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে ৩-১ এ ব্যবধানে।

১৮ বছরের এই তরুণ জানান, ‘আমি জানি আমার গুগলি বেশ কার্যকর। এর মাধ্যমে অনেক উইকেট তোলা যায়। কিন্তু, এটাই আমার একমাত্র অস্ত্র নয়। আমার ভাণ্ডারে আরও অস্ত্র আছে। আমি লেগ স্পিন নিয়ে অনেক পরিশ্রম করেছি। আমার ডেলিভারিতে তিন রকমের ভেরিয়েশন দিতে পারি। ’

তিনি আরও যোগ করেন, ‘আমি বিশ্বাস করি আমার বোলিং নিয়ে পরিশ্রম করে গেলে আরও আন্তর্জাতিক পুরস্কার পাব। আমি অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফর্ম করতে চাই। আমি যখন ক্লাব ক্রিকেট খেলেছি, তখন পেস বোলিং করতে চেয়েছিলাম। কিন্তু, রাওয়ালপিন্ডির সিদ্দিক আকবর ক্লাবের হয়ে খেলার সময় আমি ক্লাবটির প্রেসিডেন্ট সাজ্জাদ আহমেদ স্যারের পরামর্শ মতো লেগ স্পিন নিয়ে কাজ শুরু করি। একটা সময় লেগ স্পিনের আর্টগুলো রপ্ত করে ফেলি। সেখান থেকেই আমার লেগ স্পিনার হয়ে ওঠা। ’

আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যাচে মাত্র ৭ রানের বিনিময়ে ক্যারিবীয়ানদের তিন ব্যাটসম্যানকে ফেরান সাদাব খান। দ্বিতীয় ম্যাচে ১৪ রান খরচায় তুলে নেন আরও চারটি উইকেট। তৃতীয় ম্যাচে ৩৮ রানের বিনিময়ে নেন একটি উইকেট। আর শেষ ম্যাচে ১৬ রান খরচায় তুলে নেন দুটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ০৪ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।