ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কা মিশনে গিয়েই অভিষেক সাইফউদ্দিনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
লঙ্কা মিশনে গিয়েই অভিষেক সাইফউদ্দিনের অভিষেক সাইফউদ্দিনের-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একাদশে জায়গা পাওয়ার মধ্যদিয়ে টাইগারদের হয়ে অভিষিক্ত হলেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। টেস্ট কিংবা ওয়ানডে খেলা না হলেও ২০ বছরের এই তরুণ নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান টি-টোয়েন্টিতে।

গত রোববার (২ এপ্রিল) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এই অলরাউন্ডার। তার আগে সাইফউদ্দিনের জাতীয় দলে ডাক পাওয়া অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই।

গত শনিবার (১ এপ্রিল) বিকেলে ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর বেশ হতাশ ছিলেন সাইফ। স্বাগতিক হয়ে ঘরের মাটিতে ফাইনাল না খেলার কষ্ট যখন তাকে অক্টোপাসের মতো ঘিরে ধরছিল তখনই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মুখে শোনেন জাতীয় দলের স্কোয়াডে থাকার সেই চকমপ্রদ খবর, যা তার হতাশাকে নিমিশেই উড়িয়ে দেয়।

সাইফউদ্দিন মূলত পেস বোলার। পাশাপাশি ব্যাটিংও করেন। তাই দলে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার হিসেবেই।

এর আগে ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন সাইফ। খেলেছেন ৭টি লিস্ট ‘এ’ ম্যাচ। সঙ্গে আছে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা। প্রথম শ্রেণির ম্যাচে ব্যাট হাতে ৬টি হাফ-সেঞ্চুরি করেছেন, আছে ৪৮টি উইকেট নেওয়ার অভিজ্ঞতা। লিস্ট ‘এ’ ক্যারিয়ারেও আছে একটি হাফ-সেঞ্চুরি, সঙ্গে নিয়েছেন ১১টি উইকেট। টি-টোয়েন্টির ফরমেটে নিয়েছেন আরও ৯টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ০৪ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।