ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কা বধে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
লঙ্কা বধে ফিল্ডিংয়ে বাংলাদেশ ফিল্ডিংয়ে বাংলাদেশ-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে বাংলাদেশ। লঙ্কানদের প্রথম ম্যাচে হারিয়ে লিড নিতে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামার কথা ছিল দুই দলের। তবে, দুই দলের জাতীয় সংগীতের পর পরই বৃষ্টি নামে কলম্বোয়।

তাতে ম্যাচ শুরুতে বিলম্ব হয়। তবে, কোনো ওভার কাটা হয়নি। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তে টাইগারদের হয়ে ওপেনিং করতে নামেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন তামিম। লাসিথ মালিঙ্গা দ্বিতীয় বলেই বোল্ড করে ফিরিয়ে দেন তামিমকে। প্রথম ওভারে এক উইকেট হারিয়ে ৬ রান তোলে বাংলাদেশ।

ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই রান আউট হন সাব্বির রহমান (১৬)। দলীয় ৫৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্য। ব্যক্তিগত ২৯ রানে বিদায় নেন তিনি। ২০ বলে তিনটি চার আর একটি ছক্কায় ইনিংস সাজিয়ে ভিকুম সঞ্জয়ার বলে পেরেরার তালুবন্দি হন সৌম্য। দলীয় ৫৭ রানেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। নমব ওভারের দ্বিতীয় বলে আসেলা গুনারন্তের ডেলিভারিতে বোল্ড হন মুশফিকুর রহিম। ৯ বলে এক চারে ৮ রান করেন তিনি।

দলীয় দ্বাদশ ওভারের প্রথম বলে আউট হন সাকিব আল হাসান। সেকেগু প্রশন্নর বলে গুনারত্নেকে ক্যাচ দেওয়ার আগে ১৫ বলে ১১ রান করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ১৯তম ওভারে মালিঙ্গার প্রথম বলেই বোল্ড হন মাহমুদল্লাহ রিয়াদ। ২৬ বলে তিন চারে ৩১ রান করেন তিনি। ৩০ বলে তিনটি চারের সাহায্যে ৩৪ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৯ রানে অপরাজিত থাকেন মাশরাফি বিন মর্তুজা।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই সিরিজের মধ্যদিয়ে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফি।

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচের আগে পর্যন্ত ৫টি টি-২০ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয়ের শেষ হাসি হেসে মাঠ ছাড়তে পেরেছিল বাংলাদেশ। বাকি ৪টি জয়ই ছিল লঙ্কানদের থলিতে। এই ম্যাচের আগে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের একমাত্র টি-টোয়েন্টি জয়টি এসেছিল ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকায়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের পঞ্চম ম্যাচে লঙ্কানদের ২৩ রানে হারিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দলটির বিপক্ষে প্রথমবারের মতো জয়োল্লাস করেছিলেন মাশরাফিরা।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কার একাদশ: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, কুশাল পেরেরা, লাথিস মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, ভিকুম সঞ্জয়, মিলিন্দা সিরিবর্ধানে, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, চামারা কাপুগেদারা ও থিসারা পেরেরা।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।