ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল ধারাভাষ্যে ক্লার্ক-পিটারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
আইপিএল ধারাভাষ্যে ক্লার্ক-পিটারসেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের পাশে ক্লার্ক ও পিটারসেন (বামে)-ছবি:সংগৃহীত

দশম আইপিএলের ধারাভাষ্যকারদের ‘এলিট টিম’-এ যোগ দিলেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের পাশাপাশি যে দলে আছেন কেভিন পিটারসেনও। দু’জনেই এর আগে আইপিএলে ক্রিকেটার হিসেবে মাঠ মাতিয়েছিলেন।

সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফির ধারাভাষ্যের দায়িত্ব সামলানো ক্লার্ক বলেন, ‘আগে এই টুর্নামেন্টে খেলোয়াড় হিসেবে নামতাম এ বার মাইক্রোফোন হাতে মজাদার অভিজ্ঞতার অপেক্ষায় আছি। ভারত আমার পছন্দের দেশ।

টুর্নামেন্টটাও তাই। ধারাভাষ্যের দলে যোগ দিয়ে দারুণ লাগছে। ’ 

এ বার আইপিএলে ৪৭ দিনে মোট ২০ জন ধারাভাষ্যকার দেশের ১০টি কেন্দ্রে ধারাভাষ্য দেবেন। যে কাজে অভিজ্ঞ সঞ্জয় মঞ্জয়কার বলেন, ‘আইপিএল বরাবরই আমার পছন্দের টুর্নামেন্ট। দশম আইপিএল নিয়েও খুব উত্তেজিত হয়ে আছি। মাঠে অনেক চমক থাকার আশা করছি। টুর্নামেন্টটা শুরু হওয়ার তর সইছে না। ’ 

পাশাপাশি নারী ধারাভাষ্যকার সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক লিসা স্থালেকর বলেন, ‘২০১৫ থেকে ধারাভাষ্যে মেয়েদের সুযোগ দেওয়াটা বিসিসিআইয়ের দারুণ একটা উদ্যোগ। ’

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।