বুধবার (৫ এপ্রিল) এই লক্ষ্যে মিরপুর হোম অব ক্রিকেটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সহ-সভাপতি মাহবুব আনাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপলস অফিসার মতিউল ইসলাম নওশাদ ও স্পিন কোচ ওয়াহিদুল গনি।
বিসিবি’র পক্ষ থেকে সহ-সভাপতি মাহবুব আনাম বলেন, ‘রবি খোঁজ দ্য নাম্বার ওয়ান স্পিনার’ হান্টের চূড়ান্ত পর্বে যেসব প্রতিযোগিরা অংশগ্রহন করছেন তাদের দক্ষতার মান নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিটি জেলায় আলাদা করে ছেলে ও মেয়ে স্পিনারদের কাছে পৌঁছানো গেছে। আর এর ফলে প্রান্তিক পর্যায়ের ক্রিকেট আরও উজ্জ্বীবিত হয়েছে। আমার বিশ্বাস, ক্যাম্পেইন শেষে আমরা পুরুষ ও নারী জাতীয় দলের জন্য সম্ভাবনাময় স্পিনার খুঁজে পাব। ’
গত ফেব্রুয়ারিতে দেশব্যাপি জেলা ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতায় ৬৪টি জেলায় অনুষ্ঠিত হয় ক্যাম্পেইনের প্রথম পর্ব। প্রাথমিক পর্ব শেষে ৯২৮ জন ছেলে ও ৭২ জন মেয়ে স্পিনারকে বাছাই করা হয়। পরবর্তীতে তারা ১০টি বিভাগীয় পর্যায়ের শহরগুলোতে আয়োজিত দ্বিতীয়পর্বে অংশগ্রহন করেন। আর এখান থেকে বাছাইকৃত স্পিনাররাই অংশগ্রহন করবেন তৃতীয় ও চূড়ান্ত পর্বে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৭
এইচএল/এমএমএস