ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল দশম আসরে পা রাখায় শচীনের বিস্ময়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
আইপিএল দশম আসরে পা রাখায় শচীনের বিস্ময় ছবি: সংগৃহীত

হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উম্মোচিত হয়েছে আইপিএলের দশম আসরের। ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট তার নয়টি আসর পেরিয়ে আসায় অবাক হয়েছেন দেশটির ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির বড় এই টুর্নামেন্ট প্রসঙ্গে টেন্ডুলকার জানান, ‘আমি সত্যিই অবাক এতো বড় একটি টুর্নামেন্ট তার নয়টি আসর পার করেছে সফলতার সঙ্গে। ’

ভারতের আইপিএল চালুর পর বিশ্ব ক্রিকেটে আরও অনেক দেশেই আইপিএলের আদলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করা হয়।

তবে, কোনোটিই এতো বেশি জমজমাট হয়নি বলে মনে করেন শচীন। তিনি জানান, ‘এটা ভারতের বড় সাফল্য। ২০০৭ সালে যখন আইপিএল শুরু হলো, তখন আমি ভাবতেও পারিনি এই আসর এতো দূর আসতে পারবে। এটা ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য বড় অর্জন, গর্বের বিষয়। পুরো বিশ্ব এই আসরের জন্য অপেক্ষায় থাকে। ’

ভারতের গ্রেট এই ক্রিকেটার আরও জানান, ‘আমি ভেবেছিলাম এই টুর্নামেন্ট খুব একটা প্রতিযোগিতামূলক হবে না। ক্রিকেটাররা এখানে নিজেদের সেরাটা ঢেলে দেয়। ফলে, টুর্নামেন্টের অগ্রগতি খুব দ্রুতই হয়েছে। এখানে খেলা তরুণ ক্রিকেটাররা পারফর্ম করেই নিজেদের প্রমাণ দেয়। নিজ নিজ দেশের জার্সিতে তারা খেলার সুযোগ পায়। ক্রিকেটকে এগিয়ে নিতে এই টুর্নামেন্ট বেশ বড় ভূমিকা রাখছে। ’

০৫ এপ্রিল শুরু হওয়া দশম এই আসরটি শেষ হবে ২১ মে ফাইনালের মধ্যদিয়ে। ফ্রাঞ্চাইজিভিত্তিক আট ক্লাবের অংশগ্রহণে এবারের আইপিএল জমে উঠবে। দিনের খেলাগুলো শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে। আর রাতের খেলাগুলো শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে। ফাইনাল সহ মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে দশম আসরে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ০৬ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।