ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি ভাই আমার কাছে স্পেশাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
মাশরাফি ভাই আমার কাছে স্পেশাল সাকিব আল হাসান। ফাইল ফটো

ঢাকা: শেষ টি-২০ ম্যাচ ছিল ক্যাপ্টেন মাশরাফির, আপনার মতামত কী? ধারাভাষ্যকারের এমন প্রশ্নের জবাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, সাম ওয়ান ইজ ভেরি স্পেশাল।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার গ্রহণের সময় মাশরাফিকে নিয়ে সাকিব আরো বলেন, আমরা একই জায়গা থেকে উঠে এসেছি, আমি যখন জাতীয় দলে খেলতাম না, তারও আগে থেকে এই মানুষকে চিনি। তিনি দারুণ ক্রিকেটার।

আমার কাছে একদম স্পেশাল ব্যক্তিত্ব।

ওয়ানডেতে নড়াইল এক্সপ্রেস আরও অনেক কিছু দলকে দেবেন উল্লেখ করে মিস্টার সেভেনটি ফাইভ বলেন, আজকের পর থেকে তিনি শুধু ওয়ানডেই খেলবেন। আশা করি এতে তিনি আরও মন দিতে পারবেন, আমাদের জন্য আরো ভালো কিছু বয়ে আনবেন।

এদিকে টেস্ট-ওডিআইয়ের মতো টি-২০ সিরিজও ড্র হওয়াতে পুরস্কার গ্রহণের সময় দেখা যায় দুই অধিনায়ককে ট্রফি ভাগ করে নিতে। তখন সংক্ষিপ্ত বক্তব্যে মাশরাফি বিন মুর্তজা বলেন, জয় দিয়ে শেষ হলো। আমি গর্বিত বাংলাদেশ দলের একজন সদস্য হতে পারায়। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিকে। আরও ধন্যবাদ আমার পরিবার ও বন্ধুদের, সার্বিকভাবে দর্শকদের; যারা সাপোর্ট করে গেছেন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
আইএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।