ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রাতে মাঠে নামছে সাকিবের কেকেআর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
রাতে মাঠে নামছে সাকিবের কেকেআর রাতে মাঠে নামছে সাকিবের কেকেআর/ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আসেননি কেবল সাকিব আল হাসান। আইপিএলের দশম আসরে যোগ দিতে লঙ্কান বিমানবন্দর থেকে ভারতে উড়াল দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার (৭ এপ্রিল) রাতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ স্বাগতিক গুজরাট লায়ন্স।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

দুর্দান্ত ফর্ম নিয়েই কলকাতা শিবিরে যোগ দিচ্ছেন সাকিব। লঙ্কানদের বিপক্ষে বৃহস্পতিবারের (৬ এপ্রিল) ম্যাচটিতে ব্যাটে-বলে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। হন ম্যাচসেরা। ব্যাট হাতে ৩১ বলে ৩৮ ও বোলিংয়ে তিনটি উইকেট দখল করেন। দুই ম্যাচের টি-২০ সিরিজ ১-১ সমতায় শেষ করে টিম বাংলাদেশ।

কেকেআরের অপরিহার্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাকিব। দু’বারের চ্যাম্পিয়নদের সামনে এবার শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। সবশেষ তারা ২০১৪ আসরে (২০১২ সালে প্রথম) দ্বিতীয়বারের মতো আইপিএলের ট্রফি উঁচিয়ে ধরে।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ৭ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।