ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মাতলামি করে জরিমানার কবলে ও’কিফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
মাতলামি করে জরিমানার কবলে ও’কিফ ছবি: সংগৃহীত

গত বছর সিডনির হোটেলে আক্রমণাত্মক আচরণের দায়ে জরিমানা দিতে হয়েছিল অস্ট্রেলিয়ান স্পিনার স্টিভ ও’কিফকে। এবার মাতলামি করে অযাচিত মন্তব্যের জন্য জরিমানা গুণতে হচ্ছে তাকে।

সম্প্রতি এক ক্রিকেট অনুষ্ঠানে অপেশাদার বক্তব্যের জন্য তাকে জরিমানা গুনতে হচ্ছে।

ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করে বিশ্ব ক্রিকেটে আলোচনায় আসা অজি স্পিনার স্টিভ ও’কিফকে ১৫ হাজার ইউএস ডলার জরিমানা করা হয়েছে।

পাশাপাশি এ বছরের অস্ট্রেলিয়ার ওয়ানডে ঘরোয়া লিগের ম্যাচগুলোতে নিষিদ্ধ করা হয়েছে।

৩২ বছর বয়সী স্টিভ ও’কিফ একটি ক্রিকেট অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে মদ পান করায় অ্যালকোহলের তীব্র প্রভাবে অযাচিত মন্তব্য করে বসেন। যা একজন সুস্থ ক্রিকেটারের কাছ থেকে কাম্য ছিল না।

এক বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার পারফরমেন্স জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড জানান, ‘আমাদের কোনো ক্রিকেটার এমন কোনো মন্তব্য করতে পারেন না, যা ক্রিকেটের জন্য বাজে নিদর্শন। আমরা স্টিভ ও’কিফের ব্যাপারেও জিরো টলারেন্স বজায় রেখেছি। তার বাজে মন্তব্যের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া গভীরভাবে দুঃখ প্রকাশ করছে। মাঠে তার দারুণ পারফর্ম ছিল। কিন্তু, মাঠের বাইরের কর্মকাণ্ডে তাকে আরও সতর্ক হতে হবে। ’

নিজের অপরাধের জন্য স্টিভ ও’কিফ বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি জানান, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম বর্হিভূত এমন আচরণের জন্য আমি অনুতপ্ত। নিউসাউথ ওয়েলসের একটি অনুষ্ঠানে উচ্চস্বরে অযাচিত বাজে মন্তব্য করা আমার ঠিক হয়নি। বোর্ডের দেওয়া শাস্তি আমি মেনে নিচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ০৭ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।