ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ওয়ানডে সিরিজ জেতা উচিৎ ছিল’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
‘ওয়ানডে সিরিজ জেতা উচিৎ ছিল’ ‘ওয়ানডে সিরিজ জেতা উচিৎ ছিল’

শ্রীলঙ্কা সফরে টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনো সিরিজেই হারেনি বাংলাদেশ। শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখানে ভিআইপি কক্ষে প্রবেশ করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টাইগারদের ফুল দিয়ে অভ্যর্থণা জানানো হয়।

টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়া মাশরাফিকে ঘিরেই ছিল সাংবাদিক, ফটোগ্রাফারদের ভীড়। সেখানে প্রথমেই ম্যাশকে প্রশ্ন করা হয়।

পুরো সিরিজটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? উত্তরে বেশ শান্ত গলায় মাশরাফি জানান, ‘এই সিরিজে আমার কাছে একটিই অপ্রাপ্তি আছে সেটা হলো ওয়ানডে সিরিজটা আমাদের জেতা উচিৎ ছিল। এছাড়া ওভারঅল বাদবাকি সব কিছুই ভালো ছিল। কেননা এই প্রথমবারের মতো আমরা শ্রীলঙ্কায় এত ভালো একটি সফর করলাম। বিশেষ করে টেস্টের কথা বলবো, ১-০ পিছিয়ে থেকেও আমরা সিরিজে সমতা আনতে পেরেছি। তবে ওয়ানেডেটা আমাদের ২-০তে জেতা উচিৎ ছিল। ’
 
এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সফরে গিয়ে দুই স্বাগতিকেই টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে তবেই দেশে ফিরেছিল লঙ্কানরা। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে তাদের শক্তিশালী উল্লেখ করে ম্যাশ বলেন, ‘টি-টোয়েন্টিতে ওরা সম্প্রতি শক্তিশালী দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এমন শক্তিশালী একটি দলকেও আমরা পিছিয়ে থেকে শেষ ম্যাচে হারিয়ে সিরিজে সমতা এনেছি। এই ম্যাচে ওদের দলে বেশ কয়েকজন টি-টোয়েন্টি স্পেশালিস্ট খেললেও তাদের হারিয়েই সিরিজে ফিরেছি। ওভারঅল আমার কাছে মনে হয় একটি ভালো সিরিজ গিয়েছে। আশা করি আমরা এই ধারাবাহিকতাটি ধরে রাখবো। ’

এরপরেই গণমাধ্যমের প্রশ্নের সম্মুখিন হন পাপন। এই সফরে তো আমরা সিরিজ জিতিনি তাহলে ফুল কি অধিনায়কের বিদায়ের জন্য, নাকি অন্য কোনো কারণে? জবাবে, পাল্টা প্রশ্ন ছুঁড়লেন পাপন, ‘আমারওতো সেই প্রশ্ন। এই ফুল কেন?’ তারপর কিছুটা স্বাভাবিক হয়ে বললেন, ‘এটা একটা নতুন ধরনের মাইলফলক বলতে পারেন। শ্রীলঙ্কায় গিয়ে তিনটা ফরমেটেই ড্র করে এসেছি। একটিতেও হারিনি। শ্রীলঙ্কা শক্তিশালী প্রতিপক্ষ। তাই দেশে যারা ছিল তারা ভেবেছে আমাদের ফুল দেবে। বিশেষ করে দুই অধিনায়ক যেহেতু এখানে তাই এমন ফুলের ব্যবস্থা। ’

এভাবে ১৫ মিনিট চলার পর শেষ হলো সংবাদ সম্মেলন। তারপর প্লেয়ারদের মিষ্টি মুখ করানো হয়। এরপর টাইগাররা যখন যার যার গন্তব্যে ফিরছিলেন তখন সবাইকে ছাপিয়ে মূল লক্ষ্যে পরিণত হলেন সেই মাশরাফি। নীরব ভঙ্গিতেই হেঁটে যাচ্ছেন ভিআইপি পার্কিংয়ে। তার পেছনে দেশের পুরো গণমাধ্যম। গাড়িতে উঠলেন ম্যাশ। গাড়িতে বসে ছাড়িয়ে গেলেন বিমানবন্দর চত্বর।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ০৭ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।