ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘মাশরাফিকে বাদ দিতে ষড়যন্ত্র করেছে বিসিবি’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
‘মাশরাফিকে বাদ দিতে ষড়যন্ত্র করেছে বিসিবি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের টি-টোয়েন্টি থেকে আচমকা অবসর খবরে সরগরম গোটা দেশ। গ্রামের চায়ের টং থেকে মন্ত্রিসভা সবখানেই এখন আলোচনার কেন্দ্রে মাশরাফির বিদায় সংবাদ। মাশরাফির অবসর ঘোষণা নাড়া দিয়েছে দেশের কোটি ক্রিকেট প্রেমিকে। সঙ্গে প্রশ্নের বহর চলছে ক্রীড়ামোদীদের মনের আকাশে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত!

ক’দিন আগেও যিনি টি-টোয়েন্টি নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন, হঠাৎ কেন কোনো প্রেস ব্রিফিং ছাড়াই তার মুখ থেকে ‘অনভিপ্রেত’ অবসর ঘোষণা! এতে কী কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্র কাজ করছে? ক্যাপ্টেন মাশরাফিকে বাদ দিতে কী কেউ কলকাঠি নড়াচ্ছেন?

ম্যাশের বিদায়ের সুরে এমন ষড়যন্ত্রের আভাস দেখছেন দেশের একদল ক্রিকেট ভক্ত। মাশরাফি ভক্ত।

অধিনায়কের অবসরের ঘোষণায় তাই ঘরে থাকতে পারলেন না তারা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে মাশরাফিকে ফেরাতে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন মানববন্ধন। অবস্থান নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ফটকের সামনে।

শুক্রবার (৭ এপ্রিল) যখন শ্রীলঙ্কা সফর শেষে মাশরাফি বাহিনী ঢাকায় ফিরছেন তখন বিসিবির সামনে মাশরাফি বিন মর্তুজার মাঠে ফিরে আসার আহ্বানে ও ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন করছে তারা।

লাল-সবুজ বাহিনীর এই অবিসংবাদিত লিভিং লিজেন্ড মাশরাফিতো নিজের মুখেই এই অবসর ঘোষণা করেছেন। তাহলে তাকে স্বাগত জানানো বাদে এই প্রতিবাদ কেন? এই মাশরাফি ভক্তদের দাবি, অবসরে যাওয়ার ঘোষণা সাবলীলভাবে মাশরাফি ভাইয়ের কাছ থেকে আসেনি। হঠাৎ করে এভাবে কেউ অবসরের ঘোষণা দিতে পারেন না। এই মাশরাফিই কয়েকদিন আগে টি-টোয়েন্টি ঘিরে টাইগারদের বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছিলেন। হঠাৎ করে তার মুখ থেকে কেন অবসরের সুর আসবে?

এতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তারা। বলছেন, ‘মাশরাফিকে বাদ দিতে কোনো মহল এই ষড়যন্ত্র করছে। তা না হলে ফিট আর ফুল ফর্মে থাকা মাশরাফি এই ঘোষণা দেবেন কেন? তারতো এখনও অনেক কিছুই দেয়ার আছে। ভালো ব্যাটিংও করেন। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। তার বিশেষ পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপে ভালো খেলতো বাংলাদেশ। ’

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমতার হাত ধরেই বাংলাদেশের আমুল বদলে যাওয়ার গল্পটা বলছেন এই সমর্থকরা। দেশের প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়ে এই ম্যাশভক্তরা জানান, ‘প্রধানমন্ত্রী ক্রিকেট প্রেমী একজন মানুষ। তার কাছে আকুল আবেদন জানাই, অবশ্যই এই অবসরের বিষয়টি খতিয়ে দেখবেন। মাশরাফি অনেক কিছুই দেয়ার ক্ষমতা রাখেন। ’

এ সময় টাইগারবাহিনীর কোচ হাথুরুসিংহের পদত্যাগেরও দাবি জানায় তারা। তারা মনে করছে, মাশরাফির এই সিদ্ধান্তে হাথুরুসিংহের হাত রয়েছে। পদত্যাগ না করলে অবিলম্বে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন এই মাশরাফি ভক্তরা। সবকিছু শেষে মাশরাফি বিন মর্তুজা আবারও টি-টোয়েন্টিতে ফিরুক এটাই চাইছেন এই ভক্তরা। দেশের হয়ে আবারও তার নেতৃত্ব দেখার প্রতিক্ষায় আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই ঘোষণা দিয়েছেন তারা।

সকাল দশটা থেকে শুরু এক ঘণ্টা এই মানববন্ধন করে তারা। এর মধ্যে মিরপুর পুলিশও বাধা দিয়েছে তাদের। অনুমতি ছাড়া অবস্থানের অভিযোগে তাদের অবস্থান ত্যাগ করতে বলেছেন পুলিশ সদস্যরা। তবে কারা অভিযোগ করেছেন এমন প্রশ্নের জবাব স্পষ্ট না। পুলিশ সদস্যরা জানান, ‘উপর থেকে বলা হয়েছে। তাই এসেছি। ’

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ০৭ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।