ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘উনি খেলা ছাড়লেও সবসময় জ্বালাবো’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
‘উনি খেলা ছাড়লেও সবসময় জ্বালাবো’ ‘উনি খেলা ছাড়লেও সবসময় জ্বালাবো’

টাইগার দলে অভিষেক হওয়ার আগে থেকেই মাশরাফিকে আদর্শ মেনেছেন দেশের গতির রাজা তাসকিন আহমেদ। তিন বছরে তাসকিনের সুসময়-দুঃসময়ের পথের পাথেয় ছিলেন মাশরাফি। তাই টি-টোয়েন্টি থেকে অবসরের সংবাদ কাঁদিয়েছে তাসকিন আহমেদকেও।

এতটাই অবাক হয়েছেন যে শব্দ খুঁজে পাচ্ছিলেন না। বললেন, ‘এটা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই।

মাশরাফি ভাইকে কতটা মিস করবো বলে প্রকাশ করতে পারবো না। ওনাকে অন্যরকম ভালবাসি, তার প্রতি অন্যরকম শ্রদ্ধা সারাজীবন থেকে যাবে। ’

.শুক্রবার (৭ এপ্রিল) ঐতিহাসিক শ্রীলঙ্কা সফর শেষে শাহজালাল বিমানবন্দরে এভাবেই নিজের অনুভূতির কথাগুলো বলছিলেন ২২ বছর বয়সী এই বিস্ময় বালক।

মাশরাফির আচমকা অবসরের ঘোষণা হলেও এটাই বাস্তবতা মেনে নিচ্ছেন তাসকিন। তিনি জানান, ‘আসলে মাশরাফি ভাই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এটাই আসলে বাস্তবতা, একসময় সবাইকে ক্রিকেট ছেড়ে যেতে হবে। আসলে আমার বলার কিছু নাই। ’

মাশরাফি ক্রিকেট থেকে অবসর নিলেও সবসময় তার নির্দেশনা নিয়েই চলবেন বলে জানান তাসকিন, ‘উনি একেবারেই খেলা থেকে চলে গেলেও আমি তাকে সবসময় জ্বালাবো। ’

শ্রীলঙ্কা সফরে দেশের ষষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিক করতে পেরে খুশি তাসকিন। নিজের পারফরম্যান্স নিয়ে জানান, ‘আলহামদুলিল্লাহ হ্যাটট্রিক করেছি। ভালো বল করতে পেরেছি। সবার দোয়া থাকলে সামনে আরও ভালো করার চেষ্টা করবো। ’

..ভারতের মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টাইগাররা বেশ বড় ধাক্কা খেয়েছিল। বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞা জুটেছিল তাসকিন আহমেদ ও আরাফাত সানির। দলের বিপর্যয়ে খানিকটা অসহায় হয়েছিলেন অধিনায়ক মাশরাফি। তাসকিন-সানির জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে চোখের পানি ধরে রাখতে পারেননি মাশরাফি। এই দুই বোলারের পাশে বড় ভাইয়ের মতো, বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছিলেন তিনি। তার উৎসাহে, সহযোগিতায় ঘুরে দাঁড়ান দুই বোলারই। নিজেদের বৈধ প্রমাণ করেই ফিরেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৭ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।