ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল মাতাতে যাচ্ছেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
আইপিএল মাতাতে যাচ্ছেন মোস্তাফিজ ছবি: সংগৃহীত

আইপিএলের দশম আসরে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আগামী ১১ এপ্রিল আইপিএল খেলতে ঢাকা ছাড়বেন কাটার মাস্টার।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘মোস্তাফিজকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। কিন্তু তার ভিসা প্রসেসিং চলছে।

সে যদি সময় মতো ভিসার সব কাগজপত্র পেয়ে যায়, তবে ১১ এপ্রিল সে ঢাকা ছাড়তে পারবে। তাতে ১২ এপ্রিল হায়দ্রাবাদের ম্যাচে অংশ নিতেও কোনো সমস্যা হবে না। ’

ছাড়পত্র পেয়ে আগেই আইপিএল খেলতে সাকিব আল হাসান সরাসরি চলে গেছেন ভারতে। তবে, মাশরাফি-মুশফিকদের সাথে মোস্তাফিজ দেশে ফেরেন। পরে তিনিও বিসিবি থেকে ছাড়পত্র পেয়ে যান।

শ্রীলঙ্কা সফরে থাকাকালীন মোস্তাফিজ জানিয়েছিলেন, যদি বোর্ড আইপিএল খেলার অনুমতি দেয়, তাহলেই শুধু তিনি খেলবেন। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ফিট থাকলে অবশ্যই মোস্তাফিজকে খেলার অনুমতি দেওয়া হবে। বোর্ড আটকায়নি কাটার মাস্টারকে।

আইপিএলের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। মোস্তাফিজকে ছাড়াই ওই ম্যাচে ৩৫ রানের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামীকাল (৯ এপ্রিল) গুজরাট লায়ন্স ও ১২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে মাঠে নামবে হায়দ্রাবাদ। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামতে পারবেন মোস্তাফিজ।

গত আসরে ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে মোস্তাফিজ নিয়েছিলেন ১৭ উইকেট। ফলে, এবারও কাটার মাস্টারকে ছাড়েনি হায়দ্রাবাদ।

তবে বেশিদিন আইপিএল মাতানোর সুযোগ পাবেন না মোস্তাফিজ। আগামী জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ। এর আগে ত্রিদেশীয় টুর্নামেন্টে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ডে মুখোমুখি হবে টাইগাররা। বড় দুই টুর্নামেন্টে অংশগ্রহণের আগে বাংলাদেশ দল ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করবে। জাতীয় দলের ব্যস্ত সিডিউল থাকায় মে মাসের শুরুর দিকে ইংল্যান্ড উড়াল দেবে বাংলাদেশ। ফলে, মোস্তাফিজকে মে মাসের প্রথম দিকেই চলে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০৮ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।