ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

একই ফ্রেমে ভিনদেশি দুই তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
একই ফ্রেমে ভিনদেশি দুই তারকা ছবি: সংগৃহীত

একজন বাংলাদেশের তথা বিশ্বের সেরা ক্রিকেটার, অন্যজন ভারতের তারকা অভিনেতা, প্রযোজক ও পরিচালক। একই ফ্রেমে পাওয়া গেলো ভিনদেশি জনপ্রিয় দুই তারকাকে। সাকিবের সঙ্গে সেলফি তুলে টাইগার এই অলরাউন্ডারকে চমকে দিয়েছেন সালমান খানের ছোটো ভাই আরবাজ খান।

শ্রীলঙ্কা সিরিজ শেষ করেই সাকিব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে ভারতে উড়াল দেন। গুজরাটের বিপক্ষে ম্যাচ দেখতে রাজকোট এয়ারপোর্টে নামেন সাকিব।

নিজের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে যোগ দিতে রাজকোট এয়ারপোর্টে নামতেই সাকিবকে চমকে দিয়েছেন বলিউড তারকা আরবাজ খান।

রাজকোট স্টেডিয়ামে গুজরাট-কলকাতার খেলা দেখতে উপস্থিত ছিলেন আরবাজ খান। রাজকোট এয়ারপোর্টে নেমেই সাকিবের সাক্ষাৎ পান বলিউড অভিনেতা ও পরিচালক আরবাজ খান। সেখানেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের সঙ্গে সেলফি তোলেন তিনি।

পরে সেই ছবি আরবাজ খান সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। পোস্টের সঙ্গে অনেকগুলো ট্যাগ দিয়ে রাখেন আরবাজ খান। সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন ‘সাকিব আল হাসান’ ‘চ্যাম্পিয়ন ক্রিকেটার’ ‘এক নম্বর অলরাউন্ডার’ ‘কেকেআর ক্রিকেটার’।

আইপিএলের তৃতীয় ম্যাচে ১০ উইকেটের বড় জয় দিয়ে নিজেদের মিশন শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। সুরেশ রায়নার গুজরাট লায়ন্সকে উড়িয়ে দিয়ে নিজেদের প্রথম ম্যাচেই জয় পায় শাহরুখ খানের দলটি।  

কলকাতা শিবিরে যোগ দিলেও এই ম্যাচে নামেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। রাজকোটের স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে গুজরাট তোলে ১৮৩ রান। হাতে সবকটি উইকেট রেখে ৩১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে কলকাতা। এটাই টি-টোয়েন্টি ফরমেটে ১০ উইকেট হাতে রেখে সর্বোচ্চ রান চেজ করে জেতার বিশ্ব রেকর্ড।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ০৮ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।