এদের মধ্যে পুরুষ বিভাগে আছেন ২০ জন, নারী বিভাগে ও শারীরিক প্রতিবন্ধী বিভাগে তিন জন করে ছয়জন। বাকী ৩৩ জনকে 'ধন্যবাদ' ক্রেস্ট দেওয়া হয়েছে।
এই ২৬ জন থেকে সোমবার শেষ ইলিমিনেশন প্রক্রিয়া শুরু হবে। এখান থেকে সেরা ১৩-১৪ জনকে রাখা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ট্যালেন্ট হান্ট কার্যক্রম পরিচালনা করছে। বিসিবির একাডেমি মাঠে চূড়ান্ত পর্বটির আয়োজন করা হয়েছে।
বিসিবির গেম ডেভলপমেন্টের কর্মকর্তা এইএম কাওসার বাংলানিউজকে জানান, ‘সারাদেশ থেকে প্রায় ১০ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিকভাবে ৫৯ জনকে নিয়ে বাছাই করা হয়েছে। সেখান থেকে ২৬ জন ও সোমবার ১৩-১৪ জনকে চূড়ান্তভাবে নেয়া হবে। দেড় মাস ধরে এ ট্যালেন্ট হান্ট কার্যক্রম চলছে। ’
এদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানালেন তিনি, ‘সেরা ১৪ জনকে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বিসিবি থেকে। তারা যাতে দেশের বোলিং জগতে কিছু অবদান রাখতে পারে সেজন্য তৈরি করা হবে ওদের। ’
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ০৮ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি