ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টিকে রইলো ২৬ স্পিনার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
টিকে রইলো ২৬ স্পিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের উঠতি তরুণ স্পিনারদের চোখ সাকিব-মিরাজ হওয়া। সেই দৌড়ে টিকে থাকলো আর ২৬ ক্রিকেটার। রবির খোঁজ দ্য নাম্বার ওয়ান স্পিনারের ছিল চূড়ান্ত পর্বের প্রথম ইলিমিনেশন। শনিবার (৮ এপ্রিল) ৫৯ জন থেকে যোগ্যতার ভিত্তিতে বাছাইয়ের পর রইলো ২৬ জন।

এদের মধ্যে পুরুষ বিভাগে আছেন ২০ জন, নারী বিভাগে ও শারীরিক প্রতিবন্ধী বিভাগে তিন জন করে ছয়জন। বাকী ৩৩ জনকে 'ধন্যবাদ' ক্রেস্ট দেওয়া হয়েছে।

এই ২৬ জন থেকে সোমবার শেষ ইলিমিনেশন প্রক্রিয়া শুরু হবে। এখান থেকে সেরা ১৩-১৪ জনকে রাখা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ট্যালেন্ট হান্ট কার্যক্রম পরিচালনা করছে। বিসিবির একাডেমি মাঠে চূড়ান্ত পর্বটির আয়োজন করা হয়েছে।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমবিসিবির গেম ডেভলপমেন্টের কর্মকর্তা এইএম কাওসার বাংলানিউজকে জানান, ‘সারাদেশ থেকে প্রায় ১০ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিকভাবে ৫৯ জনকে নিয়ে বাছাই করা হয়েছে। সেখান থেকে ২৬ জন ও সোমবার ১৩-১৪ জনকে চূড়ান্তভাবে নেয়া হবে। দেড় মাস ধরে এ ট্যালেন্ট হান্ট কার্যক্রম চলছে। ’

এদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানালেন তিনি, ‘সেরা ১৪ জনকে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বিসিবি থেকে। তারা যাতে দেশের বোলিং জগতে কিছু অবদান রাখতে পারে সেজন্য তৈরি করা হবে ওদের। ’

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ০৮ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।