ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের মৌসুমে দুই ফরমেটের দুই টাইগার অধিনায়ক খেলবেন লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে।
মাশরাফির সাথে একই দলে খেলতে পেরে দারুণ উচ্ছ্বাসিত মুশফিক।
রোববার (৯ এপ্রিল) মিরপুর সিসিডিএম কার্যালয়ে লিজেন্ডস অব রুপগঞ্জে নাম নিবন্ধন করতে এসে মুশফিক গণমাধ্যমকে বলেন, ‘মাশরাফি ভাইয়ের সাথে ঘরোয়া লিগেই এবারই প্রথম। আমার মনে হয় এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ওনার মতো এতবড় একজন প্লেয়ারের সাথে খেলতে পারা আমার জন্য বড় একটা সুযোগ। আশা করবো এটা যেন স্মরনীয় থাকে। ’
প্রিমিয়ার লিগের গত মৌসুমে মুশফিক খেলেছিলেন মোহামেডানের হয়ে। দল বদলে নতুন ক্লাবে এসে তাই লক্ষ্যটাও নতুন। তবে অবশ্যই ভালো কিছু, ‘প্রতিবছরই নতুন চ্যালেঞ্জ থাকে। আর যেহেতু এবার নতুন ক্লাবে খেলছি তাদেরও লক্ষ্য আছে। আমারও ব্যক্তিগত লক্ষ্য আছে। চেষ্টা করবো যেন তাদের লক্ষ্যকে পূর্ণ করতে পারি। আমাদের দলটা অন্যান্য দলের মতো শক্তিশালী না হলেও সিনিয়র-জুনিয়র মিলিয়ে ভারসাম্যপূর্ণ হয়েছে। আমরা যদি মাঠে পারফর্ম করতে পারি, তাহলে ফলাফল অবশ্যই ভালো হবে। ’
এবারের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ১২ এপ্রিল। এদিকে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজি খেলতে মে মাসেই আয়ারল্যান্ড যাচ্ছে টিম বাংলাদেশ। সঙ্গত কারণেই জাতীয় দলের কেউই লিগ শেষ করতে পারছেন না। তবে যে ক’টা ম্যাচ খেলার সুযোগ হয় জাতীয় দলের সবাই নিজ নিজ দলের হয়ে পারফর্ম করবেন বলে মনে করছন ‘মুশি’।
মুশফিক যোগ করেন, ‘এখানে জাতীয় দলের যারাই থাকবে তারা সবাই পুরো লিগ না খেলতে পারলেও যে ক’টাই পারবে আমি বলবো আমাদের অবদান রাখার অনেক কিছুই আছে। কারণ ক্লাব অবশ্যই চায় আমরা যারা জাতীয় দলের প্লেয়াররা আছি, এখানে ভালো খেলি। তাই চেষ্টা থাকবে যেভাবে আন্তর্জাতিক ম্যাচগুলোতে আমরা পারফর্ম করছি সেই ধারাবাহিকতা ঘরোয়া লিগেও ধরে রাখতে। ’
লিগে অন্যান্য ক্রিকেটারদের চেয়ে জাতীয় দলের প্লেয়ারদের আলাদা গণ্য করে তিনি জানান, ‘জাতীয় দলের প্লেয়ার হিসেবে অন্য যে কোনো প্লেয়ারের চেয়ে পারফর্ম করা আমাদের দায়িত্ব। কারণ যে টাকাটা তারা দেন এটা অবশ্যই অন্যরকম হয়। সেক্ষেত্রে আমাদের জবাবদিহিতা বেশি থাকে। ভালো পারফরমেন্স দেখাতে হয়। আমি এটাকে সব সমই সিরিয়াসলি নেই এবং আমার শতভাগ দিতে চেষ্টা করি। ’
আবাহনী ও খেলাঘর সমাজ কল্যান সমিতিরি মধ্যদিয়ে ১২ এপ্রিল ফতুল্লায় গড়াবে ২০১৬-১৭ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ। একই দিন বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে গড়াবে লিগের আরও দুটি ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ৯ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি