ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ত্রিদেশীয় সিরিজের সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
টাইগারদের ত্রিদেশীয় সিরিজের সূচি টাইগারদের ত্রিদেশীয় সিরিজের সূচি

প্রায় ৪০ দিনের শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে টাইগাররা। এবার টাইগাররা ব্যস্ত হয়ে পড়বেন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন আসরে। আগামী মাসেই আয়ারল্যান্ডে ক্রিদেশীয় সিরিজ খেলতে উড়াল দিতে হবে মাশরাফি-তামিম-মুশফিক-সাকিব-তাসকিন-মোস্তাফিজদের।

আগামী ১২ এপ্রিল শুরু হবে ডিপিএল। এরপর আগামী জুনে ইংল্যান্ডের মাটিতে রয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

ডিপিএল আর চ্যাম্পিয়নস ট্রফির মাঝেই আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের পাশাপাশি অংশ নেবে নিউজিল্যান্ড।

ইতিমধ্যেই ত্রিদেশীয় সিরিজের সূচি ঠিক করে ফেলেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।

ত্রিদেশীয় এই সিরিজ শেষ হবে ২৪ মে। ডাবলিনে হবে সবগুলো ম্যাচ। আর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।

দেখে নেওয়া যাক ত্রিদেশীয় সিরিজের সূচি:
১২ মে: বাংলাদেশ-আয়ারল্যান্ড

১৪ মে: আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড
১৭ মে: বাংলাদেশ-নিউজিল্যান্ড
১৯ মে: বাংলাদেশ-আয়ারল্যান্ড

২১ মে: আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড
২৪ মে: বাংলাদেশ-নিউজিল্যান্ড

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ০৯ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।