মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রোববারের (৯ এপ্রিল) ম্যাচটিতে ফিল্ডিং করার সময় ডাইভ দিতে দিয়ে বাম কাঁধে চোট পান লিন। দুই বছরেরও কম সময়ে একই কাঁধে তৃতীয়বার ইনজুরি আক্রান্ত হলেন ১০ এপ্রিল ২৭-এ পা রাখা এ ডানহাতি ব্যাটসম্যান।
মুম্বাই ম্যাচ শেষে নিজের অফিসিয়াল টুইটার পেজে টুইট করেন লিন, ‘প্রিয় ক্রিকেট ঈশ্বর, আমি কী ভুল কিছু করেছি?’ লিনের ইনজুরি কতটা গুরুতর, পরবর্তী ম্যাচে খেলতে পারবেন কিনা বা কতদিন খেলার বাইরে থাকতে হবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি কেকেআর।
প্রথম ম্যাচেই ‘টর্নেডো’ ইনিংস খেলেন বিগ ব্যাশ তারকা লিন। গুজরাট লায়ন্সের বিপক্ষে ৬টি চার ও ৮টি ছক্কায় ৪১ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন। স্ট্রাইক রেট ২২৬.৮২। তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক গৌতম গম্ভীর (৪৮ বলে ৭৬ অপ.)। কোনো উইকেট না হারিয়েই ৩১ বল হাতে রেখে ১৮৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট টপকে যায় কেকেআর।
মুম্বাইয়ের বিপক্ষে লিনের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩২। শ্বাসরুদ্ধকর ম্যাচে জিততে জিততেও ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হেরে যায় সাকিববিহীন কেকেআর।
আগামী বৃহস্পতিবার (১৩ এপ্রিল) হোম ভেন্যুতে নামবে কলকাতা। প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব। কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
এমআরএম