ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেপ টেনিস বোলার থেকে দেশসেরা স্পিনার

মহিবুর রহমান, স্পেশাল করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
টেপ টেনিস বোলার থেকে দেশসেরা স্পিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘রবি খোঁজ দ্য নাম্বার ওয়ান স্পিনার ক্যাম্পেইন ২০১৭’ তে যিনি প্রথম হয়েছেন তার নাম নাঈম আহমেদ। নাঈম সিলেট গোলাপগঞ্জের ছেলে। খেলতেন স্থানীয় ক্লাব ‘ইউনিটি’তে। তিনি ক্লাবটির অধিনায়কও বটে। ইউনিটি ক্লাবটি টেপ টেনিস বলে খেলে থাকে। ক্লাবের বাদ বাকি সদস্যদের মতো তিনিও তার ব্যতিক্রম ছিলেন না।

যা হোক গত ফেব্রুয়ারি মাসে যখন স্পিনার হান্ট কার্যক্রম শুরু হলো ওই মাসের ১৯ তারিখে নাঈমের ক্লাবের এক বড় ভাই বললেন, ‘কাল (২০ ফেব্রুয়ারি) স্পিন বোলারদের একটি পরীক্ষা আছে। তুই দিলে ভালো হত।

’ নাঈম বললেন, ‘ভাত খেয়ে আসছি। এসে আপনার বাসার উঠানে অনুশীলন করবো। ’

অনুশীলন করবেন কিন্তু বল ছিল না। তাই সাইকেল চালিয়ে ওই রাতেই পাশের গ্রামে ছুটে গেলেন সতীর্থের কাছ থেকে বল আনতে। বল নিয়ে এসে ওই বড় ভাইয়ের উঠানে অনুশীলনে উদ্যত হতেই বাধলো বিপত্তি। বিদ্যুৎ নেই।

তবে দমে গেলেন না। রাতেই বাজার থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে অনুশীলন করলেন। ফলাফলও পেলেন হাতেনাতে। জেলা পর্যায়ের বাছাইকৃত স্পিনারদের মধ্যে উত্তীর্ণ হয়ে গেলেন বিভাগীয় পর্যায়ে। বিভাগীয় পরীক্ষার সফল সমাপ্তি টেনে এলেন ঢাকায়। আর ঢাকাতে হলেন সেরাদের সেরা।

নাঈম বাংলাদেশি হলেও স্পিন বোলিংয়ে তার আদর্শ এক বিদেশি। ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বীনকে আইডল মানেন। ডানহাঁতি অফস্পিনার হওয়ায় স্বদেশী বিশ্বসেরা সাকিব আল হাসানকে তিনি আদর্শ হিসেবে নিতে পারেননি। কারণ সাকিব বাঁহাতি। তবে সাকিবকে একেবারেই তার নিগুর মর্ম থেকে বাদ দিতে পারেননি। কেননা তিনি সাকিবের বল গ্রিপিংয়ের দারুণ এক অনুসারী, ‘আমি একজনকে আইডল মানি উনি রবিচন্দ্রন অশ্বিন। সাকিব আল হাসানকেও ফলো করি তবে উনি লেফটি। আমি ওনার গ্রিপিংটা ফলো করবো। ’

অটুট লক্ষ্য, অধ্যাবসায় ও বিশ্বাস থাকলে সফলতা পাওয়া যায়ই। এই সত্যের প্রমাণ আরেকবার দিলেন নাঈম। আর এর মধ্যদিয়েই এদেশের ভবিষ্যত ক্রিকেট ট্যালেন্টদের জন্য তিনি হয়ে থাকলেন অনুকরণীয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।