ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মোহামেডানের শিরোপার জন্য লড়বেন তাইজুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
মোহামেডানের শিরোপার জন্য লড়বেন তাইজুল ছবি: সংগৃহীত

এবারের ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে মোহামেডান যখন প্রথম দিকে দল গোছাচ্ছিল তখন দল নিয়ে খুব বেশি তুষ্ট ছিলেন না টাইগার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু পরের দিকে যখন তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বির মতো প্লেয়ারদের সাদা-কালোরা দলে টানলো তখনই তাইজুলের সেই অসন্তোষ উড়ে গেল।

শুধু তামিম, মিরাজ ও রাব্বিই নন। রনি তালুকদার, শুভাশিষ রায়, যুবায়ের লিখন ও এবাদত হোসেনদের নিয়ে এবার যে দল সাদা-কালোরা করেছে তাতে বিগত বছরগুলোর শিরোপা শূন্যতা কাটিয়ে উঠবে বলে বিশ্বাস তাইজুলের।

সোমবার (১০ এপ্রিল) মিরপুর সিসিডিএম কার্যালয়ে দলবদল করতে এসে তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রথম যখন আমার মোহমেডানে খেলা নিশ্চিত হলো তখন অতবড় কিছু মনে হয়নি। যখন দেখলাম তামিম ভাই, মিরাজ, শামসুর রহমান শুভ, কামরুল ইসলাম রাব্বিসহ জাতীয় দলের আরও অনেকেই আছে তখন আমার কাছে ভালো লেগেছে। আমাদের টিম কম্বিনেশন ভালো। আশা করি এই দল নিয়ে চ্যাম্পিয়ন ফাইট দেয়া সম্ভব। ’

একথা ঠিক যে জাতীয় দলে থাকা বেশ কয়েকজন প্লেয়ারই এবার মোহামেডানের হয়ে খেলছেন। কিন্তু আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও পরের মাসে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি থাকায় তারা লিগের ম্যাচ খেলতে পারবেন সর্বোচ্চ পাঁচটি।

সেই মুহূর্তে মোহামেডানের শিরোপা জয়ের কাজটি কঠিন হয়ে পড়বে কী না? এমন প্রশ্নের জবাবে তাইজুল বললেন, ‘তারা চলে গেলেও তাদের বাইরে আরও প্লেয়ার আছে। হয়তোবা তামিম ভাই ৪-৫ টা ম্যাচ খেলবেন। আমরা যদি এই ক’টা ম্যাচ এগিয়ে থাকি তাহলে হয়তো ফলাফল ভালো হবে। ’

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।